India Coronavirus : লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা, মারাত্মক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৯ জন।
নয়াদিল্লি : ভারতে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ! হু হু করে বাড়ছে সংক্রমণ ( Coronavirus ) । বড়দের পাশাপাশি, মারাত্মক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা। এরই মধ্যে আশঙ্কা বাড়িয়ে দেশে ২৩ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। চিকিত্সকদের অনেকে মনে করছেন, এরই মধ্যে নতুন ভ্যারিয়েন্টে ভর করে হাজির হয়েছে করোনার ফোর্থ ওয়েভ।
বুধবারের পরিসংখ্যান
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৫৯ জন।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৮৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৯।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ২৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৪৭ হাজার ৮০৯। এর পাশাপাশি, দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১৫ হাজার ২১২।
এরই মধ্যে রাজ্যে করোনা সংক্রমণ এক মাসে প্রায় ৯ গুণ! রাজ্যে ফের মারাত্মক হারে বাড়তে শুরু করছে করোনা। এরইমধ্যে উদ্বেগের বিষয় হল, করোনা যখন হু হু করে বাড়ছে, তখন বঙ্গবাসীর একাংশের মধ্যে দেখা যাচ্ছে বুস্টার ডোজ নিতে অনীহা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একধিক জেলায় প্রচুর সংখ্যক বুস্টার ডোজ জমে রয়েছে। তারমধ্যে লাখ লাখ বুস্টার ডোজ মেয়াদ উত্তীর্ণ হওয়ার মুখে। ৩১ জুলাইয়ের মধ্যে বেশ কিছু ডোজ এক্সপায়ার হয়ে যাবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২৭ জুন থেকে মঙ্গলবার পর্যন্ত, উত্তর ২৪ পরগনা থেকে ২ লক্ষ কলকাতা থেকে ১ লক্ষ ১৩ হাজার, হাওড়া থেকে ৮১ হাজার ভ্যাকসিন ফেরত দেওয়া হয়েছে।
আরও পড়ুন :
অতিরিক্ত খাটুনির ফল নয় , এই ব্যথা আসলে হাই কোলেস্টেরলের ইঙ্গিত
আছড়ে পড়েছে করোনার ফোর্থ ওয়েভ !
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, দেশে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনার ফোর্থ ওয়েভ। হু হু করে বাড়ছে সংক্রমণ। তবে, আশার কথা, তা আগের মতো প্রাণঘাতী নয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়- থেকে কিছুটা আলাদা উপসর্গ দেখা যাচ্ছে চতুর্থ ওয়েভে। খুব বেশি মাত্রায় জ্বর, পেট খারাপ, কাশি, গলা খুশখুশ, মাথা ব্যথা, গা-হাতে ব্যথা, অনেকটাই ডেঙ্গি ও ফ্লুয়ের মতো উপসর্গ। তবে, যাঁরা বেশিমাত্রায় অসুস্থ হচ্ছেন, তাঁদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, তাদের শ্বাসকষ্ট, বমি ভুল বকার সমস্যা দেখা দিচ্ছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )