Sputnik Light : এবার দেশে তৈরি স্পুটনিক লাইট ভ্যাকসিন রাশিয়াতেই রফতানি করবে ভারত
গত সেপ্টেম্বর মাসে করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দিয়েছে Drugs Controller General of India বা DCGI...
নয়া দিল্লি : এবার দেশে তৈরি স্পুটনিক লাইট ভ্যাকসিন রফতানি করবে ভারত। রাশিয়ার এই সিঙ্গল ডোজ ভ্যাকসিন রফতানির অনুমোদন দিয়েছে ভারত সরকার। রাশিয়ায় ৪০ লক্ষ স্পুটনিক লাইটের ডোজ রফতানি করার অনুমতি দেওয়া হয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা হেটেরো বায়োফার্মা লিমিটেডকে। এমনই খবর PTI সূত্রের। ভারতে স্পুটনিক লাইট তৈরি করা হচ্ছে। তবে, ভারতে এখনও জরুরি অবস্থায় ব্যবহারের জন্য অনুমোদন মেলেনি।
রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর পার্টনার হেটেরো বায়োফার্মা। রাশিয়ার অ্যাম্বেসডর নিকোলাস কুদাশেভ ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছেন, স্পুটনিক লাইটের রাশিয়ায় রফতানির জন্য। পিটিআই সূত্রের খবর, হেটেরো বায়োফার্মা লিমিটেড ইতিমধ্যেই ১০ লক্ষ স্পুটনিক ভি ও ২০ লক্ষ স্পুটনিক লাইট উৎপাদন করেছে। কিন্তু, এই ভ্যাকসিন রেজিস্ট্রেশন পাওয়ার আগে ছয় মাস ফেলে রাখলে খারাপ হয়ে যেতে পারে।
গত সেপ্টেম্বর মাসে করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দিয়েছে Drugs Controller General of India বা DCGI। এই নিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য এখনও পর্যন্ত ভারতে ৬টি ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডার্না, জাইডাস ক্যাডিলা এবং জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন।
এদিকে ২ থেকে ১৮ বছরের শিশুদের জন্য ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে কোভিড ১৯ সংক্রান্ত সাবজেক্ট এক্সপার্ট কমিটি। হায়দরাবাদের ভারত বায়োটেক ১৮ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে তাদের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ করেছে। গত সেপ্টেম্বরে এই ট্রায়াল পর্ব সম্পূর্ণ হয়েছে। চলতি মাসের শুরুতে ট্রায়াল সংক্রান্ত তথ্য ড্রাগস অ্যান্ড কম্পট্রোলার জেনারেল (ডিজিসিআই)-এর কাছে জমা দিয়েছিল ভারত বায়োটেক।
এর পরিপ্রেক্ষিতে ২- ১৮ বছরের শিশুদের কোভ্যাক্সিন দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র সংক্রান্ত সুপারিশ এক্সপার্ট কমিটি ডিসিজিআই-এর কাছে পাঠিয়েছে। ভারতে প্রথম শিশু ও কিশোরদের জন্য করোনা টিকার জন্য ছাড়পত্র দিল এক্সপার্ট কমিটি। সাবজেক্ট এক্সপার্ট কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিস্তারিত পর্যালোচনার পর কমিটি ২ থেকে ১৮ বছর বয়সের শিশু ও কিশোরদের জন্য আপৎকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য কমিটি ওই ভ্যাকসিনের ছাড়পত্রের অনুমোদন সংক্রান্ত সুপারিশ করেছে।