Precaution Dose : বিশ্বের অনেক দেশের থেকে পিছিয়ে, ভারতে বুস্টার ডোজের ঘাটতিতে চতুর্থ ঢেউয়ের বিপদ ?
প্রতিবেদনটি লিখেছেন ত্রিথেশ নন্দন
নয়া দিল্লি : গত দুই দিন পরপর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজারের বেশি। এই পরিস্থিতিতে ফের আশঙ্কা দানা বাঁধছে। তবে, কি আবার একটা ঢেউ আসতে চলেছে। কিন্তু, তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে, দেশজুড়ে ব্যাপক হারে টিকাকরণ সত্ত্বেও কেন ফের সংক্রমণ-আতঙ্ক ? যদিও পরিসংখ্যান বলছে, বিশ্বের একাধিক দেশের তুলনায় বুস্টার বা প্রিকউশন ডোজের নিরিখে অনেক পিছিয়ে ভারত।
প্রিকউশন ডোজের (Precaution Dose) পরিসংখ্যান :
১৮ থেকে ৫৯ বছর বয়সীদের ক্ষেত্রে - ২৬,৭৭,৬৯১(২৬.৭৭ লক্ষ), জুন ৬ পর্যন্ত।
সামগ্রিক প্রিকউশন ডোজ- ৩,৬৬,৬২,৯০৫ (৩.৬৭ কোটি)
(সূত্র : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক)
প্রিকউশন ডোজ সংক্রান্ত পরিসংখ্যান-
প্রিকউশন ডোজ চালুর পর কতদিন কেটেছে (১০ এপ্রিল থেকে ৫ জুন) ?- ৫৭ দিন।
গড়ে কত প্রিকউশন ডোজ (১৮ থেকে ৫৯ বছর বয়সীদের ক্ষেত্রে) ?- ৪৬, ৯৭৭
কেন এত কম সংখ্যক প্রিকউশন ডোজ দেওয়া হয়েছে ?
কারণ হিসেবে উঠে আসছে- মানুষের মধ্যে এখন করোনা রোগ নিয়ে ভীতি অনেক কেটে গেছে।
সময়ের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং বিশেষ করে যে কোনও বয়সের মধ্যে যাদের কোমর্বিডিটি আছে তাদের আরও গুরুতর রোগের ঝুঁকি থাকে।
ভারতে কোমর্বিডিটি-
সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রুপ হিসাবে বিবেচিত হয়
- ৬০ বছর বা তার বেশি বয়সের মধ্যে, ২৪.৬% কোমর্বিডিটি ছিল
- ৪৫-৬০ বছর বয়সের মধ্যে, ১৩.৯% কোমর্বিডিটি ছিল।
বুস্টার ডোজের গুরুত্ব-
Covid-19 ভ্যাকসিনের প্রিকউশন ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হবে এবং মহামারী থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ।
ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে বুস্টার শট প্রয়োজন।
আমেরিকা- ওমিক্রন ঢেউয়ের সময়, বুস্টারের সাথে টিকা হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সম্ভাবনা ৯০% এরও বেশি হ্রাস করেছে।
ভারতে প্রিকউশন ডোজ-
২০২২, ১০ এপ্রিল- কোভিড ভ্যাকসিনের প্রিকউশন ডোজ ১৮+ জনসংখ্যার জন্য প্রাইভেট ভ্যাকসিনেশন সেন্টারে উপলব্ধ। যাদের বয়স ১৮ বছরের বেশি এবং দ্বিতীয় ডোজ গ্রহণের পর ৯ মাস পূর্ণ হয়েছে, তারা প্রিকউশন ডোজের জন্য যোগ্য।