Meeting on Covid Situation : দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ, ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
PM Modi to hold meeting with CMs : কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বৈঠকে উপস্থাপনা করবেন।
নয়া দিল্লি : দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ (Corona Situation)। ২৭ এপ্রিল বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক। বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, মনসুখ মাণ্ডব্য-রা। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বৈঠকে উপস্থাপনা করবেন।
স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে আরও বেড়েছে করোনায় (Corona) দৈনিক আক্রান্তের (Corona Cases) সংখ্যা। ধীরে হলেও ধারাবাহিকভাবে দেশে (India Corona) বেড়ে চলেছে সংক্রমণ। বেড়েছে দৈনিক মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯৩ জন।
আরও পড়ুন ; এবার কি চতুর্থ ঢেউ ? কী বলছেন দেশের তাবড় বিজ্ঞানী
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫২৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয় ৪৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৩। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১৯৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫৭ হাজার ৫৪৫। অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ১৬ হাজার ৭২৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৯১ লক্ষ ১৩ হাজার ৭৪৭।
রাজ্যের করোনা সংক্রমণ : রাজ্যেও ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona Virus)। এই চোখ রাঙানি কি বয়ে আনতে পারে কোভিডের মারণ ভাইরাসের চতুর্থ ঢেউ (Covid Fourt Wave)? নাকি স্রেফ অল্প কিছুটা বৃদ্ধি এই সংক্রমণে ?
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দেশে কি তবে এবার চতুর্থ ঢেউ শুরু হতে চলেছে ? সংবাদ সংস্থা এএনআই-কে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রাক্তন প্রধান বিজ্ঞানী আর গঙ্গাখেড়কর অবশ্য বসলেছেন, এখনও পর্যন্ত কোনও নতুন ভ্যারিয়েন্ট দেখা যায়নি। কাজেই, এখন চতুর্থ ঢেউয়ের কোনও সম্ভাবনা নেই। তবে, একটা বিষয় আমাদের বুঝতে হবে, গোটা বিশ্বে এই মুহূর্তে BA.2 ভ্যারিয়েন্ট রয়েছে। যেটা প্রতিদিন মানুষকে সংক্রমিত করে চলেছে।