Daily COVID Update 5 March: সামান্য কমল দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২৮৯ জনের, এখনও পর্যন্ত ১৭৮ কোটি টিকা
Daily COVID Update 5 March: গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ কমেছে। তবে দৈনিক মৃত্যু এখনও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।
নয়াদিল্লি: দৈনিক করোনা সংক্রমণ (Daily COVID Update) আরও কিছুটা নামল দেশে। গত ২৪ ঘণ্টায় নতুন করে নোভেল করোনাভাইরাসে (Novel Coronavirus) সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯২১ জন। এক দিন আগেই যদিও দৈনিক নতুন সংক্রমণ ছিল ৬ হাজার ৩৯৬-এ। একই সঙ্গে সুস্থতার হারও সন্তোষজনক জায়গায় বলে মনে করা হচ্ছে। কারণ গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৫১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (MoH) যে পরিসংখ্যান প্রকাশ করেছে, সেই অনুযায়ী, গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ কমেছে। তবে দৈনিক মৃত্যু এখনও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় ২৮৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। তাতে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ৮৭৮।
আগামী দিনে করোনার চতুর্থ ঢেউ (COVID Fourth Wave) আছড়ে পড়ছে কি না, তা নিয়ে জল্পনা চলছে। তবে এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮৭৮। প্রতিদিন যত নমুনা পরীক্ষা হয়, তার মধ্যে যত রিপোর্ট পজিটিভ আসে, তাকে সংক্রমণের হার বলা হয়। এই মুহূর্তে দেশে সংক্রমণের হার ০.৬৩ শতাংশ। এখনও পর্যন্ত গোটা দেশে ১৭8 কোটি টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: Ukraine Russia War : '২-৩টে গুলি লেগেছে', হাসপাতাল থেকে ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন ভারতীয় ছাত্র
দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যগুলির মধ্যে এই মুহূর্তে শীর্ষে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৫ জন এবং মিজোরামে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৪৩৩ জনের শরীরে।
গত ২৪ ঘণ্টায় যে ২৮৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ২৫৪ জনের মৃত্যুর খবর এসেছে কেরল থেকেই। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ন’জনের, ছ’জন করে মৃত্যু হয়েছে কর্নাটক এবং ওড়িশায়। দিল্লিতে মারা গিয়েছেন চার জন। দু’জন মারা গিয়েছেন হরিয়ানায়। এক জন করে রোগীর মৃত্যুর খবর মিলেছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, গোয়া, মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে।