Dengue Case: রাজধানীতে ডেঙ্গির বাড়বাড়ন্ত, করোনা চিকিৎসায় সংরক্ষিত শয্যা ব্যবহারের সিদ্ধান্ত সরকারের
Dengue Back to Haunt Delhi: ডেঙ্গি ছাড়াও ম্যালেরিয়া , চিকুনগুনিয়ার মতো রোগের প্রকোপ বেড়েছে দিল্লিতে।
নয়াদিল্লি: দিল্লিতে বাড়ছে ডেঙ্গি সহ মশাবাহিত রোগের প্রকোপ। করোনাকালে যা নিয়ে চিন্তায় প্রশাসন থেকে চিকিৎসক মহল। পরিস্থিতি মোকাবিলায় করোনা চিকিৎসায় ব্যবহৃত শয্যা কাজে লাগানোর সিদ্ধান্ত নিল কেজরিওয়াল সরকার (Delhi Government)।
ডেঙ্গি (Dengue) ছাড়াও ম্যালেরিয়া (Malaria), চিকুনগুনিয়ার (Chikungunya) মতো রোগ বেড়েছে দিল্লিতে। তাই হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত শয্যার হার ৩০ শতাংশ থেকে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট শয্যা মশাবাহিত রোগের চিকিৎসায় ব্যবহার করা হবে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, করোনা সংক্রমণ কমেছে। আর মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গির সঙ্গে লড়াই করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। তিনি বলেন, বর্তমানে দিল্লিতে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। কিন্তু বাড়ছে ডেঙ্গি আক্রান্তে সংখ্যা। তাই যেসব বেড সংরক্ষণ করা ছিল করোনা চিকিৎসার জন্য সেইগুলি এবার ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। তিনি আরও জানিয়েছেন, করোনা রোগী বা করোনা চিকিৎসার কাজে নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের সংস্পর্শে আসবে না এই শয্যাগুলি। ফলে এই শয্য়া থেকে সংক্রমণের ভয়ও নেই। এই শয্য়া ব্যবহার করার জন্য নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। যা পাঠানো হয়েছে হাসপাতালগুলিতে। প্রয়োজনে ব্যবহার করা যাবে আইসিইউ বেডও। ইতিমধ্যেই হাসপাতালগুলিতে মশাবাহিত রোগের চিকিৎসায় পরিকাঠামো তৈরি করা হয়েছে।
এদিকে রাজধানীতে ডেঙ্গি সহ মশাবাহিত রোগের পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, সবরকম ভাবে লড়াই করছে দিল্লি সরকার। ডেঙ্গি রোধে এবং সচেতনতা তৈরি করতে প্রচার কাজও শুরু করা হয়েছে। প্রয়োজনে হাসপাতালের শয্যা বাড়ানো হবে বলেও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী।