Cyclone Jawad Update: দুর্যোগের কারণে ব্যাহত হতে পারে বিদ্যুৎ পরিষেবা, প্রভাব টেলিফোন যোগাযোগ ব্যবস্থাতেও
শুক্রবার আগাম সতর্কবার্তা দিয়েছেন মৌসমভবনের ডিজি মৃত্যঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, অতিভারী বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। পাশাপাশি টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন হতে পারে বলে জানানো হয়েছে।
অন্ধ্রপ্রদেশ: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)। শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে তা আছড়ে পড়ার কথা। আগেভাগেই সেই উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জানানো হয়েছে। শুক্রবার আগাম সতর্কবার্তা দিয়েছেন মৌসমভবনের ডিজি মৃত্যঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, অতিভারী বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। পাশাপাশি টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন হতে পারে বলে জানানো হয়েছে।
মৌসম ভবন (IMD) সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের (Bay of Bengal) ওপর যে গভীর নিম্নচাপ (Depression) রয়েছে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সেই সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার।
এর প্রভাবে কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গে (South Bengal) দুর্যোগপূর্ণ আবহাওয়া (Weather) তৈরি হতে পারে। আগামিকাল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতায় (Kolkata) প্রভাব পড়ার সম্ভাবনা রবিবারও।
এই প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গঙ্গাসাগর (Gangasagar) কোস্টাল থানার তরফে মত্স্যজীবীরা (Fisherman) যাতে মাছ ধরতে না যান, সে বিষয়ে মাইকে প্রচার চালানো হয়। নামখানা, ফ্রেজারগঞ্জেও সতর্ক করা হয় মত্স্যজীবীদের। জেলা প্রশাসনের দাবি, পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থাই নেওয়া হয়েছে।
মালদার হরিশ্চন্দ্রপুরে জেলা কৃষি দফতরের (Agricalture Department) তরফে চাষিদের সতর্ক করা হয়। মাইকে প্রচার করা হয়, যাঁদের জমিতে পাকা ধান রয়েছে, তাঁরা যেন আগামীকালের মধ্যে ধান কেটে নেন। আলুর বীজ যাঁরা রোপণ করেননি, তাঁদের ৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
উল্লেখ্য, জাওয়াদ নিয়ে কৃষকদের সতর্ক করল ঝাড়গ্রাম জেলা কৃষি দফতর। মাঠে থাকা পাকা আমন ধান দ্রুত বাড়িতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আলু ও সর্ষে চাষিদের এই তিন দিন বীজ রোপনের কাজ বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে।
মালদার হরিশ্চন্দ্রপুরেও জেলা কৃষি দফতরের তরফে চাষিদের সতর্ক করা হয়। মাইকে প্রচার করা হয়, যাঁদের জমিতে পাকা ধান রয়েছে, তাঁরা যেন আগামীকালের মধ্যে ধান কেটে নেন। আলুর বীজ যাঁরা রোপণ করেননি, তাঁদের ৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে
আরও পড়ুন: Omicron : ওমিক্রন আতঙ্ক বাড়ছে, তারই মধ্যে নামল দেশের করোনাগ্রাফ
আরও পড়ুন: Pegasus probe: পেগাসাস তদন্তে রাহুল, অভিষেক, পিকে, রাকেশ আস্থানাদের তলব রাজ্য সরকারের গঠিত কমিশনের