Durga Puja 2021: দিল্লির গ্রেটার কৈলাস টু এস ব্লকের পুজোয় নজর কেড়েছে আড়াই ফুটের দুর্গা প্রতিমা
প্রতিমা তৈরি করেছেন আসানসোলের এক শিল্পী...
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: দেশের রাজধানীতে দুর্গাপুজোর আনন্দ। দিল্লির গ্রেটার কৈলাস টু-এর এস ব্লকের দুর্গাপুজো এবার পা দিল ৩০ বছরে। বিশেষ আকর্ষণ আড়াই ফুটের প্রতিমা। কড়া করোনা বিধির কারণে মণ্ডপে প্রবেশে কড়াকড়ি করা হয়েছে।
করোনা বিধির কঠোর কড়াকড়ি। তারই মাঝে দেশের রাজধানীতে দুর্গোৎসবের আনন্দ। দিল্লির গ্রেটার কৈলাস টু - এস ব্লকের দুর্গাপুজো এবার ৩০ তম বছরে পা দিল।
দিল্লি পুলিশের কঠোর করোনা বিধি বলবৎ থাকার কারণে পুজোয় অন্য বারের মতো আড়ম্বর নেই। তবে নিষ্ঠাভরে পুজোর আয়োজন আর আড়াই ফুটের এই মাতৃ প্রতিমা আপনার নজর কাড়বেই। প্রতিমা তৈরি করেছেন আসানসোলের এক শিল্পী।
আরও পড়ুন: প্রতিপদ থেকে নবমী পর্যন্ত চলে চণ্ডীপাঠ, পাঁচশো বছরের পুরনো গোঘাটের ফুলুই ঘোষবাড়ির পুজো
করোনা বিধি মেনে দুর্গাপুজোর আয়োজন করার জন্য এবার নানা শর্ত দিয়েছে দিল্লি পুলিশ। তাই মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন, এমন লোকজনকেই পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র।
অন্যতম উদ্যোক্তা সমীর বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আমন্ত্রণ থাকলেই মণ্ডপে ঢুকতে দিচ্ছি, এর বাইরে কেউ গ্রেটার কৈলাস টু-এর দুর্গোৎসব পুজো সমিতির মণ্ডপে প্রবেশ করতে চাইলে, ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার শংসাপত্র দেখাতে হবে।
দিল্লিতে যমুনা নদীর বদলে এবার বৃন্দাবনে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছেন গ্রেটার কৈলাস টু, এস ব্লকের দুর্গোৎসব সমিতির উদ্যোক্তারা।
আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে মাইকে চলছে স্তোত্রপাঠ৷ সাড়ম্বরে হচ্ছে দেবী বন্দনা। দিকে দিকে নেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলীর প্রস্তুতি।
আরও পড়ুন: ভাটা পড়েনি রীতিতে, ১১৫ বছরে পদার্পণ করল বসিরহাটের ভেবিয়ার দে বাড়ির পুজো
আজই বিভিন্ন জায়গায় রয়েছে কুমারী পুজোও হচ্ছে৷ দিকে দিকে দীপের আলোয় উমা বরণ চলছে। আর দু’দিন বাকি পুজোর। উত্সবের সুরে ভাসতে প্রস্তুত তিলোত্তমা৷
মহাষ্টমী ও মহানবমীর মিলন মুহূর্তে সন্ধিপুজো৷ রীতি মেনে বাড়ি ও বারোয়ারি পুজোয় সন্ধিপুজো হয়। এই পুজোয় দেবীকে দেখানো হয় চামুণ্ডা রূপে।
প্রতিমার উদ্দেশে অর্পণ করা হয় ১০৮টি পদ্ম ও ১০৮টি দীপ৷ কলকাতা থেকে কোচবিহার, মালদা থেকে মেদিনীপুর-সর্বত্রই সন্ধিপুজোর আচারে রীতি ও ঐতিহ্য অটুট৷