(Source: Poll of Polls)
Free Bus Rides For Karnataka Women : কর্নাটকে বিনা খরচে সরকারি বাসে চড়তে পারবেন মহিলারা, কন্ডাকটর হবেন মুখ্যমন্ত্রী
কর্নাটক বিধানসভা নির্বাচনে মানুষ হাতে আস্থা রেখেছেন। তাই এবার প্রতিশ্রুতি রক্ষার পালা।
বেঙ্গালুরু : বাসে উঠবেন মুখ্যমন্ত্রী (Karnataka Chief Minister Siddaramaiah)। কিন্তু যাত্রী হিসেবে নয়। কন্ডাকটর হিসেবে। নির্বাচনের আগেই তাঁর তরফে প্রতিশ্রুতি ছিল কর্নাটকে ( Karnataka ) মহিলারা নিখরচায় বাসে চলাচল করতে পারবেন। কর্নাটক বিধানসভা নির্বাচনে মানুষ হাতে আস্থা রেখেছেন। তাই এবার প্রতিশ্রুতি রক্ষার পালা।
নির্বাচনী প্রতিশ্রুতি মতো কর্নাটকের কংগ্রেস সরকার শুরু করতে চলেছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। আগামী রবিবার থেকে সে-রাজ্যের মহিলা যাত্রীরা এই সুযোগ পাবেন। জানা গিয়েছে, কর্নাটকের সরকারি বাসে এই সুবিধা পাওয়া যাবে। পরিষেবা শুরুর দিন একটি বাসে নিজে থাকবেন মুখ্যমন্ত্রী। সিদ্দারামাইয়া উদ্বোধক বা বাসের যাত্রী হিসেবে নয়, বাসের কন্ডাক্টর হিসেবে থাকবেন বাসে। নিজে হাতে বিনা মূল্যে মহিলা যাত্রীদের টিকিট দেবেন।
কর্নাটক প্রশাসন সূত্রে খবর, রবিবার থেকে এই পরিষেবা চালু করা হবে। বিধায়কেরা যে যাঁর নিজের নিজের কেন্দ্রে এই পরিষেবার সূচনা করবেন। আর মন্ত্রিসভার সদস্যরা থাকবেন বেঙ্গালুরুতে।
নিখরচায় সরকারি বাসে ওঠার এই প্রকল্পের নাম ‘শক্তি’ (Shakti)। এই প্রতিশ্রুতি যে কর্নাটকের ভোটে মহিলাদের হাতের দিকে টেনেছে, তা মনে করছে রাজনৈতিক মহল। সরকারে আসার এক মাসের মধ্যেই এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে বলে আশ্বাস দিয়েছিল কংগ্রেস। সেই মতোই শুরু হতে চলেছে ফ্রি বাস সার্ভিস।
মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, জাতি-ধর্ম নির্বিশেষে সব মহিলারা এই সুবিধে পাবেন। নির্বাচনী সভার সময়ই কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল, মূল্যবৃদ্ধির জেরে মানুষের অবস্থা নাজেহাল। এই পরিস্থিতিতে মহিলাদের কিছুটা স্বস্তি দেবে এই প্রকল্প। এতে বহু অর্থব্যয় হবে ঠিকই। কিন্তু তা সত্ত্বেও মানুষের জন্য এই প্রতিশ্রুতি সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বাস্তবায়িত হবে।
স্থানীয় ইস্যুকে ফোকাস করা প্রদেশ নেতৃত্বের ওপর সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া- রাজনৈতিক মহলের মতে, কর্ণাটক বিধানসভা নির্বাচনে এই দুটি বিষয়কেই সামনে রেখে বাজিমাত করেছে কংগ্রেস আর সেই সাফল্যের অন্যতম দাবিদার, কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার এবং বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কর্ণাটকের মাটি চষে তাঁরা প্রচার করেছেন। ১৩৬ জন প্রার্থীকে জিতিয়ে এনেছেন। নিজেরাও নিজেদের কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। ভোটে জিতে কর্ণাটকে ফের মুখ্যমন্ত্রী হন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হন ডি কে শিবকুমার।