Gaya Airport Code: পবিত্র গয়ার এ কেমন কোড! এখনই পাল্টান, কেন্দ্রের কাছে আর্জি সংসদীয় কমিটির
Gaya Airport Code: বিশ্বের প্রত্যেক বিমানবন্দরের জন্য আলাদা আলাদা কোড রয়েছে আইএটিএ-র, যাতে সহজেই সংশ্লিষ্ট বিমানবন্দরকে চিহ্নিত করা যায়।
নয়াদিল্লি: গয়া বিমানবন্দরের (Gaya Airport) কোড পাল্টানোর জন্য এ বার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাল সংসদীয় কমিটি (Parliamentary Panel)। তাদের দাবি, গয়া একটি পবিত্র শহর। কিন্তু বিমানবন্দরের কোড (IATA Code) হিসেবে যে শব্দবন্ধ বেছে নেওয়া হয়েছে, তা পবিত্র শহরের জন্য অনুপযুক্ত। তাই সেটি পাল্টাতে কেন্দ্রীয় সরকারকে সবরকম ভাবে চেষ্টা চালানোতে অনুরোধ জানানো হয়েছে।
গত শুক্রবার কেন্দ্রকে গয়া বিমানবন্দরের কোড পাল্টানোর আর্জি জানায় সংসদীয় কমিটি অন পাবলিক আন্ডারটেকিংসয়ের (Parliamentary Panel of the committee on Public Undertakings) তরফ থেকে। এর আগে, জানুয়ারি মাসেও তাদের তরফে এমন অনুরোধ জানানো হয়েছি। বিকল্প নামেরও সুপারিশ করেছিল তারা।
সেই সময় অসামরিক বিমান মন্ত্রেকর তরফে জানানো হয় যে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (International Air Transport Association/IATA) কোড পরিবর্তনে রাজি হয়নি। এর পিছনে কোনও যুক্তিপূর্ণ কারণ খুঁজে পায়নি তারা। তার পরেও ফের গয়া বিমানবন্দরের কোড পাল্টানো নিয়ে কেন্দ্রের কাছে সুপারিশ সংসদীয় কমিটির।
আরও পড়ুন: PNB Interest Rate: সুদের হারে বড় পরিবর্তন করল এই ব্যাঙ্ক, গ্রাহকদের জন্য বড় ধাক্কা !
বিশ্বের প্রত্যেক বিমানবন্দরের জন্য আলাদা আলাদা কোড রয়েছে আইএটিএ-র, যাতে সহজেই সংশ্লিষ্ট বিমানবন্দরকে চিহ্নিত করা যায়, যাত্রী সংরক্ষণ, আসন, বিমানের সময়সূচি, যাত্রীদের ব্যাগপত্র, এয়ার ট্রাফিক-সহ উড়ান পরিষেবার খুঁটিনাটি বিষয়ের দিকে নজর রাখা যায়। যে এলাকার বিমানবন্দর, সাধারণ ভাবে তার ইংরেজি নামের প্রথম তিন অক্ষর নিয়েই এই কোড তৈরি করা হয়।
সেই নিরিখে গয়া বিমানবন্দরটিকে ‘GAY’ বলে চিহ্নিত করেছে আইএটিএ, যা কি না ইংরেজিতে একটি শব্দ বলে গন্য হয়, বাংলায় যার অর্থ সমকামি। সংগঠনের সংকল্পপত্রের ৭৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এক বার যে কোড ঠিক করা হবে, তা আর পাল্টানো যাবে না। কারণ তাতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কিন্তু গয়া বিমানবন্দরের কোড পাল্টানোর দাবিতে অনড় সংসদীয় কমিটি। ওই কোড পাল্টে ‘YAG’ করে দেওয়ার সুপারিশ করেছে তারা।