Goa Election 2022: কংগ্রেসকে ভোট মানে বিজেপিকে শক্তিশালী করা, গোয়ায় কংগ্রেসকে তীব্র আক্রমণ অভিষেকের
Goa Assembly Election 2022: তিনি বলেছেন, কংগ্রেস বিজেপিকে আটকাতে ব্যর্থ। একমাত্র পার্টি যে বিজেপির সঙ্গে টক্কর দিতে পারে , তা হল তৃণমূল । গত নির্বাচনে গোয়ায় ১৭ আসন জিতেও সরকার গড়তে পারেনি কংগ্রেস।
![Goa Election 2022: কংগ্রেসকে ভোট মানে বিজেপিকে শক্তিশালী করা, গোয়ায় কংগ্রেসকে তীব্র আক্রমণ অভিষেকের Goa Election 2022: TMC abhishek banerjee slams Congress in Goa, Rubbishes allegation to give advantage to BJP Goa Election 2022: কংগ্রেসকে ভোট মানে বিজেপিকে শক্তিশালী করা, গোয়ায় কংগ্রেসকে তীব্র আক্রমণ অভিষেকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/20/81d3ef0cb34a165d69cc6a4563450fee_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পানাজি: গোয়া বিধানসভা ভোটের আগে সাংবাদিক বৈঠকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কংগ্রেস গোয়ার মানুষকে ভুলপথে চালিত করছে বলে অভিযোগ করলেন। তিনি বলেছেন, গোয়ার নির্বাচনে কংগ্রেস একটা ভাষ্য তৈরির করার চেষ্টা করছে যে, তৃণমূলের লক্ষ্য বিজেপি বিরোধী ভোট ভাগ করা। কিন্তু বিজেপিকে হারাতে সবাইকে হাত মেলাতে আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি কংগ্রেস। তিনি বলেছেন, কংগ্রেস বিজেপিকে আটকাতে ব্যর্থ। একমাত্র পার্টি যে বিজেপির সঙ্গে টক্কর দিতে পারে , তা হল তৃণমূল কংগ্রেস। গত নির্বাচনে গোয়ায় ১৭ আসন জিতেই সরকার গড়তে পারেনি কংগ্রেস। তাদের বিধায়করা বিজেপির পতাকা ধরেছিল। কংগ্রেস তাঁদের আটকাতে পারেনি। তাই কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।
অভিষেক এদিন সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘গোয়ায় গত তিন মাসে শূন্য থেকে লড়াই শুরু করেছে তৃণমূল। ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন। গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তন আসন্ন। বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করেছে তৃণমূল।’
অভিষেক বলেছেন, ‘কংগ্রেস, আপ অভিযোগ করেছে বিরোধী ভোট ভাগ করার চেষ্টা করছে তৃণমূল।’ এই অভিযোগ সারবত্তাহীন। অভিষেক বলেছেন, ‘বিজেপিকে হারাতে সবাইকে আহ্বান জানিয়েছিলেন মমতা। তৃণমূল চেয়েছিল সব বিরোধী দল একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। এখানে ইগো-র কোনও প্রশ্ন নেই। কিন্তু কেউ কেউ মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে।’
অভিষেক বলেছেন, তৃণমূলের জোট প্রস্তাবে সাড়া দেয়নি কংগ্রেস। দলের নেতা পি চিদম্বরমের কাছে গিয়েছিলেন তৃণমূলের পবন বার্মা। কিন্তু কোনও ইতিবাচক সাড়া মেলেনি। এখন চিদম্বরম বলছেন, পর্বন বার্মা নির্দিষ্টভাবে কিছু বললেনি। কিন্তু আগে চিদম্বরম বলুন, তৃণমূল জোটের প্রস্তাব কংগ্রেসকে দিয়েছিল। বিজেপিকে যদি কংগ্রেসকে হারাতে না পারে, তাহলে চিদম্বরম নিজের ঘাড়ে যেন দায় নেন।’
অভিষেক বলেছেন, কংগ্রেস নিজেদের কায়েমি স্বার্থ রক্ষা করতে তৃণমূলের বিরুদ্ধে ভাষ্য তৈরির চেষ্টা করছে। তিনি বলেছেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপির পক্ষে ভোট দেওয়া। কংগ্রেস এখন বিজেপিকে চালাচ্ছে, আর বিজেপি কংগ্রেসকে চালাচ্ছে। কংগ্রেসের কোনও নীতি নেই। বিজেপি নেতা ফড়নবীশ বলছেন,কংগ্রেসের প্রতাপ সিংহ রাণের কাছে গিয়েছিলাম।কংগ্রেসের প্রতাপ সিংহ রাণের পরিবারকে টিকিট দিয়েছি। ফড়নবীশ বলছেন কংগ্রেস তো জিততে পারবে না, কংগ্রেস আমাদের সমর্থন করুক। আগামী ৫ বছর কী এইভাবেই চলবে, নাকি গোয়ায় পরিবর্তন আসবে ?’ মানুষকে অধিকার পাইয়ে দিতে তৃণমূল লড়াই করবে। তৃণমূলকে জেতালে বিধায়ক কেন একজন কর্মীও অন্য দলে যাবে না। ভোটে জিতে আসা বিধায়ক পয়সার জন্য দল পরিবর্তন করে। হাতেই বসে পদ্ম, কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)