Govt cuts interest rates: ৪৬ বছরে সর্বনিম্ন পিপিএফ, স্বল্প সঞ্চয়, মেয়াদী জমায় সুদের হার কমাল কেন্দ্র, ১ এপ্রিল থেকে কার্যকর
সিনিয়র সিটিজেন্সদের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদের হারেও কোপ
নয়াদিল্লি: সাঁড়াশি চাপের মধ্যে মধ্যবিত্ত। একদিকে মহার্ঘ পেট্রোল-ডিজেল থেকে শুরু করে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। তার মধ্যেই মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো, পাঁচ রাজ্যে ভোটের মধ্যে স্বল্প সঞ্চয়ের সুদে আরও একবার কমিয়ে দিল মোদি সরকার।
স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর ফলে, স্বল্প সঞ্চয়ে সুদের হার ৪ শতাংশ থেকে কমে হচ্ছে ৩.৫ শতাংশ। ১ এপ্রিল থেকে নএতুন হার কার্যকর হচ্ছে।
একইসঙ্গে কোপ পড়েছে পিপিএফ-এর হারেও। এক্ষেত্রে পিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১৯৭৪ সালের পর, গত ৪৬ বছরের মধ্যে এতটা কমল পিপিএফে সুদের হার।
শুধু পিপিএফ নয়, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সুদের হার ৬.৮ শতাংশ থেকে কমে হয়েছে ৫.৯ শতাংশ। সেভিংস ডিপোজিট সুদের হার কমে হয়েছে ৩.৫%
এছাড়া, মেয়াদী জমার ক্ষেত্রেও সুদের হার কমানো হচ্ছে। এক বছরের ডিপোজিটে সুদের হার ৫.৫ শতাংশ থেকে কমিয়ে ৪.৪ শতাংশ করা হয়েছে।
দুই বছরের ডিপোজিটে সুদের হার কমে ৫ শতাংশ। ৩ বছরের ডিপোজিটে সুদের হার কমে ৫.১ শতাংশ। ৫ বছরের ডিপোজিটে সুদের হার কমে ৫.৮ শতাংশ।
পাঁচ বছরের রেকারিং ডিপোজিটেও সুদের হার কমে ৫.৩ শতাংশ।
বাদ যাচ্ছেন না প্রবীণ নাগরিকরাও। সিনিয়র সিটিজেন্সদের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদের হার ৭.৪ শতাংশ থেকে কমিয়ে ৬.৫ শতাংশ করা হয়েছে।
মান্থলি ইনকাম অ্যাকাউন্টে সুদের হার কমে হয়েছে ৫.৭ শতাংশ।
৬ বছর আগে সুকন্যা সমৃদ্ধি যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি জমানায় এই প্রকল্পে সুদের হার ৯.১ থেকে কমতে কমতে নেমে এসেছে ৬.৯ শতাংশে।
কিষাণ বিকাশ পত্র বা KVPতে সুদের হার নেমে এসেছে ৬.২ শতাংশ।
প্রায় সব ধরনের সঞ্চয়ে সুদের হার কমায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। যদিও সুদ কমানো নিয়ে সাফাইয়ের সুর বিজেপির গলায়।