Gyanvapi Mosque Case: জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা রিপোর্ট পেশের আগেই সরানো হল কমিশনারকে!
Gyanvapi Mosque Case: আজ বারাণসী আদালতে পেশ হচ্ছে না কাশীর জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা রিপোর্ট। সমীক্ষা রিপোর্ট পুরোপুরি তৈরি করতে না পারায় আজ আদালতে পেশ করা যাচ্ছে না।
নয়া দিল্লি: বারাণসীর একটি আদালত মঙ্গলবার অজয় কুমার মিশ্রকে জ্ঞানবাপি-শ্রিংগার গৌরী কমপ্লেক্সের সমীক্ষার জন্য নিযুক্ত কোর্ট কমিশনার হিসাবে অপসারণ করেছে। মঙ্গলবার হঠাৎই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল অজয়কুমারকে। বাকি দুই কমিশনারকে সমীক্ষা রিপোর্ট দাখিলের জন্য দুই দিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার হঠাৎই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল অজয়কুমারকে।
আজ বারাণসী আদালতে পেশ হচ্ছে না কাশীর জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা রিপোর্ট। সমীক্ষা রিপোর্ট পুরোপুরি তৈরি করতে না পারায় আজ আদালতে পেশ করা যাচ্ছে না। রিপোর্ট পেশের জন্য ২-৩ দিন সময় চাওয়া হবে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কোর্ট কমিশনার অজয় প্রতাপ সিং। এরই মধ্যে বারাণসী আদালতের বিচারক রবিকুমার দিবাকর মঙ্গলবার অজয়কুমারকে দায়িত্ব থেকে সরানোর কথা ঘোষণা করে।
Gyanvapi mosque survey | Advocate-Commissioner Ajay Kumar Mishra removed from his post appointed by the court.#UttarPradesh
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 17, 2022
অন্যদিকে, কাশীর জ্ঞানবাপী মসজিদে ঢুকে সমীক্ষা করা নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি। শিবলিঙ্গ মিলেছে মসজিদ চত্বরে, দাবি হিন্দুপক্ষের। এমন কিছুই পাওয়া যায়নি, দাবি মুসলিম পক্ষের। শনিবার থেকে মসজিদের অন্দরের দু’টি গম্বুজ, ভূগর্ভস্থ অংশ, পুকুর-সহ সব জায়গার পুঙ্খানুপুঙ্খ ভাবে সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফি করে সোমবার বারাণসীর আদালতে প্রাথমিক রিপোর্ট পেশ করা হয় সমীক্ষক দলের তরফে। তার পরেই জ্ঞানবাপীর ওজুখানা ও তহ্খানা ‘পুরোপুরি সিল করে’ সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দেয় আদালত।
অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট কমিশনার অজয় প্রতাপ সিং সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "রিপোর্টের প্রায় ৫০ শতাংশ প্রস্তুত হয়ে গেছিল। এর কারণ হল আমরা সময় পাইনি (রিপোর্ট একজোট করার জন্য)। রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালত দুই দিন সময় দিয়েছে। তিনি (অ্যাডভোকেট-কমিশনার) অজয় কুমার মিশ্র) সহযোগিতা করছিলেন না।"