(Source: ECI/ABP News/ABP Majha)
H3N2 virus spread: H3N2 ভাইরাসের আতঙ্ক, ১০ দিনের জন্য স্কুল বন্ধ পুদুচেরিতে
Puducherry shuts schools: H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের (H3N2 virus) আতঙ্কে এবার স্কুল বন্ধের পথে হাঁটল পুদুচেরি। প্রথম থেকে অষ্টম শ্রেণির স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
Puducherry shuts schools: H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের (H3N2 virus) আতঙ্কে এবার স্কুল বন্ধের পথে হাঁটল পুদুচেরি। প্রথম থেকে অষ্টম শ্রেণির স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আপাতত ১০ দিন স্কুল বন্ধ থাকবে পুদুচেরিতে (Puducherry)।
H3N2 virus : দেশে H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের পরিসংখ্যান বলছে, কর্ণাটকের হাসান জেলায় দেশের প্রথম মৃত্যু হয়েছে। ৮২ বছরের এক ব্যক্তির মৃত্যু হয় এই ভাইরাসে। পরবর্তীকালে গুজরাতেও H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ভয়াবহ ভাইরাসে দেশে সাতজনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসের থাবা ক্রমশ বাড়ছে পুদুচেরিতে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুদুচেরির শিক্ষামন্ত্রী নমাসিভায়ম ঘোষণা করেছেন, ইনফ্লুয়েঞ্জার বৃদ্ধির কারণে ১৬ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে।
H3N2 Virus in India : ভারতে H3N2 ভাইরাসের ঘটনা দ্রুত বাড়ছে। এই ভাইরাসের কারণে শ্বাসকষ্টের সম্মুখীন হচ্ছে মানুষ। এটি ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের একটি সাব-টাইপ যা গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার এই ভাইরাসের বিষয়ে তথ্য় দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যেখানে বলা হয়েছে, ভারতে ২ জানুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে H3N2 ভাইরাসের ৪৫১ টি কেস পাওয়া গিয়েছে।
H3N2 এবং H3N1 উভয় ধরনের ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, যা সাধারণত ফ্লু নামে পরিচিত। এই সমস্যা আটকাতে ফ্লু ভ্যাকসিন নেওয়া জরুরি। এই জ্বরের লক্ষণগুলি হল -
- দীর্ঘস্থায়ী জ্বর
- কাশি
- নাক দিয়ে জল পড়া
- শরীরে ব্যথা
- গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট
কী কী উপসর্গ থাকছে ?
এখনও পর্যন্ত H3N2 ও H1N1 ভাইরাস শনাক্ত করা গেছে ভারতে। উভয় ভাইরাসেরই কোভিডের মত উপসর্গ থাকছে। যে কোভিডে আক্রান্ত হয়ে দুনিয়েজুড়ে ৬৮ লক্ষর বেশি মানুষের মৃত্যু হয়েছে। অতিমারীর দুই বছর পর, এবার ক্রমবর্ধমান ফ্লু চিন্তা বাড়ছে। এক্ষেত্রে কাশি, জ্বর, ঠান্ডা লাগা ও শ্বাসকষ্ট, হাঁচির মত সমস্যাগুলি থাকছে। এমনকী কোনও কোনও রোগীর বমি বমি ভাব, গলা ও শরীরে যন্ত্রণাও দেখা দিচ্ছে। কেউ কেউ ডায়ারিয়াতেও আক্রান্ত হচ্ছেন। প্রায় এক সপ্তাহ এই উপসর্গগুলি থাকতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস মারাত্মক সংক্রামক। হাঁচি , কাশি বা আক্রান্তের সংস্পর্শে এলে ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা করোনা পরিস্থিতির সময় আমরা যেসব বিধি-নিষেধ মেনে চলতাম, সেরকমই মেনে চলতে বলছেন। নিয়মিত হাত ধোয়া বা মাস্ক পরার মত ব্যবস্থাগুলি। ইন্ডিয়ান কাউন্সিল ও মেডিক্যাল রিসার্চ আবেদন জানিয়েছে, হাঁচি-কাশির সময় সকলেই যেন নিজের নাক-মুখ ঢেকে রাখে। নাক বা চোখে হাত দেবেন না। জ্বর ও শরীরে যন্ত্রণা থাকলে প্যারাসিটামল খেতে বলা হয়েছে।
Influenza : হু হু করে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা ফ্লু, কীভাবে আলাদা করবেন অ্যাডিনো-হানার থেকে? কাজ করবে অ্যান্টিবায়োটিক?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )