Haryana : তিন মহিলা কৃষক আন্দোলনকারীকে পিষে দিল ট্রাক !
অবস্থান মঞ্চ থেকে বাড়ি ফেরার জন্য রাস্তার ডিভাইডারের ওপর বসে অটোর জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন মহিলা আন্দোলনকারী।
নয়াদিল্লি : দিল্লির কাছে তিন মহিলা কৃষক আন্দোলনকারীকে পিষে দিল ট্রাক। রাজধানী থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে গতকাল দুর্ঘটনা ঘটে। কয়েকমাস ধরে হরিয়ানা-দিল্লি সীমানায় চলছে কৃষকদের অবস্থান-বিক্ষোভ। পালা করে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। গতকাল অবস্থান মঞ্চ থেকে বাড়ি ফেরার জন্য রাস্তার ডিভাইডারের ওপর বসে অটোর জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন মহিলা আন্দোলনকারী।
তখনই তাঁদের পিষে দেয় বেপরোয়া ট্রাক। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান আরও এক মহিলা। মৃতরা পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। গুরুতর জখম আরও তিন মহিলা কৃষক আন্দোলনকারী। ঘাতক ট্রাকের চালক পলাতক।
আরও পড়ুন -
ফের বিদেশ থেকে ডাক পেলেন মমতা, শারজা আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার মামলায় সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল। সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে উত্তরপ্রদেশ সরকার ! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি হয়। উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী জানান, মামলায় ২৩ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন, সেদিন ঘটনাস্থলে শতাধিক প্রত্যক্ষদর্শী ছিলেন। তাহলে কেন মাত্র ২৩ জনের সাক্ষ্য নেওয়া হল? সেইসঙ্গে প্রধান বিচারপতি জানান, গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর বয়ান নেওয়া জরুরি। কোনও আহত প্রত্যক্ষদর্শীর বয়ান কি নেওয়া হয়েছে? যোগী সরকারের পক্ষে আইনজীবী হরিশ সালভে জানান, তিনি বিষয়টি সম্পর্কে জেনে বলবেন। মামলার সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছে সুপ্রিম কোর্ট। আগামী ৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
উত্তরপ্রদেশের লখিমপুরের জেলাশাসক অরবিন্দ চৌরাসিয়াকে বদলি করা হল।নতুন জেলাশাসক হলেন মহেন্দ্র বাহাদুর সিং। রাতে উত্তরপ্রদেশের আরও ৯ আইএএস-কে বদলি করা হয়। এদের মধ্যে ৬ জন জেলাশাসক। সম্প্রতি লখিমপুর খেরিতে চার কৃষক-সহ ৮ জনের মৃত্যু হয়। লখিমপুর কাণ্ডের জেরে বদলি কি না প্রশ্ন উঠছে। রুটিন বদলি, দাবি উত্তরপ্রদেশ প্রশাসনের।
আরও পড়ুন -