Health Ministry on Covid19: তৃতীয় ঢেউয়ের আগে বড় সতর্কতা, ২২ জেলায় ফের বাড়ছে কোভিড
বিশ্বজুড়েও কোভিডের ঘটনা আবারও বৃদ্ধি পাচ্ছে, যা কোভিডের তৃতীয় ঢেউ আসার পূর্বাভাস।
নিউ দিল্লি: দেশের সাতটি রাজ্যের ২২টি জেলায় করোনাভাইরাসের নতুন করে সংক্রমণ বৃদ্ধি কেন্দ্র ও রাজ্য সরকারের জন্য ফের উদ্বেগ বৃদ্ধি করল। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে যুগ্মসচিব লভ আগরওয়াল বলেন যে তৃতীয় ঢেউয়ের আগে করোনার এই বৃদ্ধি দেশের "উদ্বেগের বিষয়" হয়ে উঠছে।
বেশ কিছু সপ্তাহ ধরে দেশে নিম্মমুখী করোনা সংক্রমণ। কিন্ত বেশ কয়েকটি রাজ্যে বাড়ছে সংক্রমণ, যা নজরে এসেছে কেন্দ্রের। লভ আগরওয়াল বলেন, দেশের ৫৪ টি জেলায় ১০ শতাংশেরও বেশি পজিটিভিটি রেট রয়েছে। বিশ্বজুড়েও কোভিডের ঘটনা আবারও বৃদ্ধি পাচ্ছে, যা কোভিডের তৃতীয় ঢেউ আসার পূর্বাভাস। তাই যে যে জেলায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেখানে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব।
বিশ্বের দেশগুলির মধ্যে গত ১৪ দিনে ফ্রান্সে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। বর্তমানে গোটা বিশ্বে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ লক্ষের বেশি। দেশে সুস্থতার হার বৃদ্ধি পেলেও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সমস্ত রাজ্যে গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের মধ্যে চারটিতে উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে ভাইরাস। রেকর্ড তৈরি করেছে অরুণাচল প্রদেশ।
বিশেষজ্ঞদের একাংশের মতে, উত্তর পূর্ব ভারত দিয়েই করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ প্রবেশ করতে পারে। উত্তরের জেলাগুলিতে করোনা সংক্রমণের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন মহলে।এর আগে কোনও দিন এত মানুষ একদিনে আক্রান্ত হননি ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে।
এছাড়াও দেশে কেরলে দিন দিন লাগামছাড়া হচ্ছে সংক্রমণ পরিস্থিতি। মহারাষ্ট্রের অবস্থাও আশঙ্কাজনক। তামিলনাড়ু এবং কর্ণাটকে কিছুটা কমেছে সংক্রমণ। করোনা নিয়ন্ত্রণে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও ব্যাপক কড়াকড়ি করা হলেও শিলিগুড়িতে মিলল করোনার অতি সংক্রামক ডেল্টা ও ইউকে ভ্যারিয়েন্টের আক্রান্তদের খোঁজ। যা নিয়ে ফের বৃদ্ধি পেয়েছে আতঙ্ক। নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের সুপার সঞ্জয় মালিক জানিয়েছেন, 'ভ্যারিয়েন্ট পরীক্ষার জন্য প্রথম যে স্যাম্পেল পাঠানো হয়েছিল তাঁর রিপোর্ট এসে পৌঁছেছে, যেখানে দেখা যাচ্ছে ৫ জন ডেল্টা ও ২ জন ইউকে ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।'