Health News: কোভিডের বছরে ৪২ শতাংশ মৃত্যুই তিনটি রোগে, ৯ শতাংশের কারণ কোভিড
RGCCI Report: ২০২০ সালে ভারতে নিবন্ধীকরণ হওয়া মোট মৃত্যুর সংখ্যা ছিল ৮১.১৫ লক্ষ। শংসাপত্র অনুযায়ী এর মধ্যে ৪২ শতাংশ মৃত্যুর কারণই হচ্ছে তিনটি রোগ।
![Health News: কোভিডের বছরে ৪২ শতাংশ মৃত্যুই তিনটি রোগে, ৯ শতাংশের কারণ কোভিড Heart diseases, pneumonia and asthma together claim highest number of lives: IRGCC Report Health News: কোভিডের বছরে ৪২ শতাংশ মৃত্যুই তিনটি রোগে, ৯ শতাংশের কারণ কোভিড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/12/827e78f85361e048d0c1a8c345d09e49_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ২০২০ সালে ভারতে নিবন্ধীকরণ হওয়া মোট মৃত্যুর সংখ্যা ছিল ৮১.১৫ লক্ষ। শংসাপত্র অনুযায়ী এর মধ্যে ৪২ শতাংশ মৃত্যুর কারণই হচ্ছে তিনটি রোগ। হার্টের সমস্যা (heart diseases), নিউমোনিয়া (pneumonia) এবং হাঁপানি (asthma)। এই তিনটি রোগেই ওই বছরের মোট মৃত্যুর ৪২ শতাংশ ঘটেছে। এমনই তথ্য উঠে এসেছে রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার অব ইন্ডিয়ার (Registrar General and Census Commissioner of India)
দেওয়া তথ্যে।
কোভিড মৃত্যু:
এদিকে ২০২০ সালে কোভিডের ধাক্কা লেগেছিল ভারতে। মোট মৃত্যুর মধ্যে তার অবদান মাত্র ৯ শতাংশ। 'Report on Medical Certification of Cause of Death 2020'-অনুযায়ী দাবি এমনটাই। মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৬১৮।
সংবাদ সংস্থা পিটিআই -এর দাবি, RGCCI রিপোর্ট অনুযায়ী, circulatory system diseases অর্থাৎ এমন রোগ যা রক্তবাহী ধমনী, শিরা বা হৃদ সংক্রান্ত সমস্যা তৈরি করে এমন রোগের কারণে ৩২.১ শতাংশ মৃত্যু হয়েছে। শ্বাসযন্ত্র সংক্রান্ত রোগের (respiratory system diseases) কারণে মৃত্যু হয়েছে ১০ শতাংশের। পালমোনারি সংক্রান্ত সমস্যা বা ইসকিমিয়াকের (ischemic heart control) কারণে মৃত্যু হলে এই বিভাগে ফেলা হয়েছে।
ক্যানসার কারণ:
মৃত্যুর শংসাপত্র অনুযায়ী, যে যে কারণের বিভাগ তৈরি করা হয়েছে। তাতে সপ্তম স্থানে রয়েছে ক্যানসার। ২০২০ সালে মোট মৃত্যুর ৪.৭ শতাংশ এই কারণে হয়েছে।
কত নারী, কত পুরুষ:
তথ্য বলছে ওই সালের মোট মৃত্যুর ৬৪ শতাংশ পুরুষের। বাকি ৩৬ শতাংশ মহিলা।
শংসাপত্রের তথ্য অনুযায়ী মোট মৃত্যুর ২৮.৬ শতাংশই হয়েছে ৭০ বছরের ঊর্ধ্বে। ৪৫ বছর এবং তার ঊর্ধ্বে নাগরিকদের মৃত্যুর কারণ মূলত circulatory system diseases। যার মধ্যে হৃদরোগও রয়েছে। ১৫-২৪ বছর বয়সের গ্রুপে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে এই একই কারণে মৃত্যু হয়েছে ১৮ শতাংশের। মোট মৃত্যুর ৫.৭ শতাংশ একবছরের নীচে শিশুদের মৃত্যু।
আরও পড়ুন: তিনের বেশি লেনদেনে লাগবে টাকা, ১৫ জুন থেকে নতুন নিয়ম এই ব্যাঙ্কে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)