Himachal Pradesh Election: কবে হিমাচল প্রদেশ ও গুজরাত বিধানসভা নির্বাচন?
১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা ভোটের গণনা।
হিমাচল প্রদেশ: ১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা ভোটের গণনা। ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India) শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে। গুজরাlত ও হিমাচল প্রদেশের (Gujarat & Himachal Pradesh Elections)বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়।
Himachal Pradesh Assembly Elections 2022: Polling on November 12, counting of votes on December 8
— ANI Digital (@ani_digital) October 14, 2022
Read @ANI Story | https://t.co/TapSfkZSLC#HimachalPradesh #elections2022 #assemblyelections #HimachalPradeshelections2022 pic.twitter.com/khceyaVPCi
২০২২ এর শেষভাগেই দেশের এই দুই গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোট। ২০২৪ এর লোকসভা ভোটের আগে গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা কার দখলে থাকে, দেশের রাজনীতিতে তা যথেষ্ট গুরুত্ববহ। পরের বছর ভোট হবে রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, কর্নাটক , ত্রিপুরায়। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীকে মুখ করেই বড় সমাবেশ করা হবে গুজরাতে। বিশেষজ্ঞ মহলের ধারণা, ২০২৪-র লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের অ্যাসিড টেস্ট হবে গুজরাতের বিধানসভা ভোটে। আম আদমি পার্টির চ্যালেঞ্জও থাকছে।
গুজরাত বিধানসভা নির্বাচন: গুজরাতে পূর্ববর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭র ডিসেম্বরে। নির্বাচনে বিজেপির জয়ের পর, বিজয় রুপানির নেতৃত্বে বিজেপি রাজ্য সরকার গঠন করে। বিজয় রুপানি গতবছর ১১ সেপ্টেম্বরপদত্যাগ করেন এবং তার স্থলাভিষিক্ত হন ভূপেন্দ্র পটেল । মুখ্যমন্ত্রী হিসেবে এখন দায়িত্বে তিনিই।
গত বিধানসভা নির্বাচনের পর থেকে, বেশ কয়েকটি উপনির্বাচন হয়েছিল, যার মধ্যে বেশিরভাগেই বিজেপি জিতেছিল। ২০২৪ এর ভোটের আগে গুজরাতের ফলাফল তাই গেরুয়া শিবিরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।
হিমাচল প্রদেশ বিধানসভা: ৬৮ আসনের হিমাচল প্রদেশ বিধানসভা কার দখলে থাকবে তা জানা যাবে এ বছরই । সূত্রের খবর, নির্বাচন কমিশন নভেম্বরেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের দিন দিতে পারে। কারণ ডিসেম্বরে সে-রাজ্যের ঠান্ডা হাড় কাঁপানো। হিমাচল প্রদেশ বিধানসভার মেয়াদ আগামী ৮ জানুয়ারি শেষ হওয়ার কথা। পূর্ববর্তী বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৭ র নভেম্বরে। ফল বেরনোর পর, জয় রাম ঠাকুরের নেতৃত্বে BJP সরকার গঠন করে।
২০২১-এর লোকসভা উপ নির্বাচনে (By Poll) বড়সড় ধাক্কা খায় বিজেপি। হিমাচল প্রদেশে (Himachal Pradesh) তাদের থেকে আসন ছিনিয়ে নিল কংগ্রেস। হিমাচল প্রদেশে দুর্দান্ত ফলের পাশাপাশি রাজস্থান, কর্ণাটকেও উপ নির্বাচনে আশাপ্রদ ফল করল কংগ্রেস। দুই রাজ্যে বিজেপির দুই মুখ্যমন্ত্রীর নিজের এলাকাতেই গেরুয়া শিবিরকে হারায় তারা।