Presidential Election 2022: 'আশা করি ভয় ও পক্ষপাত ছাড়াই সংবিধান রক্ষা করবেন', দ্রৌপদীকে শুভেচ্ছা যশবন্তের
'আমি আশা করি, প্রকৃতপক্ষে প্রত্যেক ভারতীয় আশা করেন ১৫তম রাষ্ট্রপতি হিসাবে তিনি ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসাবে কাজ করবেন।
নয়াদিল্লি: '২০২২-এর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য আমি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) আন্তরিকভাবে অভিনন্দন জানাই'। দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন যশবন্ত সিনহা। এ দিন ফল ঘোষণার পরই এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদের প্রার্থী।
এ দিন তিনি বলেন, 'আমি আশা করি, প্রকৃতপক্ষে প্রত্যেক ভারতীয় আশা করেন ১৫তম রাষ্ট্রপতি (President) হিসাবে তিনি ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসাবে কাজ করবেন। আমি তাঁকে শুভেচ্ছা জানাতে দেশবাসীর সঙ্গে যোগ দিচ্ছি: যশবন্ত সিনহা (Yashwant Sinha)।
I heartily congratulate #DroupadiMurmu on her victory in Presidential Election 2022. I hope—indeed,every Indian hopes—that as 15th President she functions as Custodian of Constitution without fear or favour. I join fellow countrymen in extending best wishes to her: Yashwant Sinha pic.twitter.com/ncJCddJRQ6
— ANI (@ANI) July 21, 2022
জয়ী দ্রৌপদী মুর্মু: অঙ্কের হিসেব মেনেই এল জয়। রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) জয়ী হয়ে ভারতের রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হাকে (Yashwant Sinha) হারিয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। ভারতের আদিবাসী সম্প্রদায়ের নাগরিক হিসেবে প্রথম, যিনি রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয় ভোট গণনা।
সূত্রের খবর, বিরোধী দলগুলির ১৭ জন সাংসদ এনডিএ প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করেছেন। একইভাবে ক্রস ভোটিং করেছেন বিভিন্ন রাজ্যের ১০৪ জন বিধায়ক। সর্বাধিক ক্রস ভোটিং হয়েছে অসমে।
গত সোমবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত দেশজুড়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়েছিল। তারই ফল বেরোল আজ, ২১ জুলাই। এখন রাষ্ট্রপতি পদে রয়েছেন রামনাথ কোবিন্দ, তাঁর মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নতুন রাষ্ট্রপতি ২৫ জুলাই শপথ নেবেন।
কত সাংসদের ভোট: দ্রৌপদী মুর্মুকে ৫৪০ জন সাংসদ ভোট দিয়েছেন। তার ভিত্তিতে দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের ভ্যালু ৩৭৮০০০। যশবন্ত সিনহাকে ২০৮ জন সাংসদ ভোট দিয়েছেন। তার ভিত্তিতে যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের ভ্যালু ১৪৫৬০০। ১৫টি ভোট অবৈধ ঘোষিত। এর ফলে প্রথম রাউন্ডে অনেকটাই এগিয়ে যান দ্রৌপদী মুর্মু।