IAF AFCAT 2023: ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগ দিতে চান ? এই তারিখের মধ্য়ে করতে হবে আবেদন
Indian Air Force: দেশের বিমানবাহিনীতে যোগ দিতে চাইলে এটাই হতে পারে সেরা সময়। শীঘ্রই নেওয়া হবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (AFCAT 2022)।
Indian Air Force: দেশের বিমানবাহিনীতে যোগ দিতে চাইলে এটাই হতে পারে সেরা সময়। শীঘ্রই নেওয়া হবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (AFCAT 2022)। এই পরীক্ষায় পাশ করলেই সুযোগ পাওয়া যাবে ইন্ডিয়ান এয়ার ফোর্সে। আগ্রহী প্রার্থীরা নিচের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানা afcat.cdac.in
IAF AFCAT 2023: গুরুত্বপূর্ণ তারিখ
এই পরীক্ষার জন্য আবেদন করার শেষ তারিখ ৩০ ডিসেম্বর ২০২২ রেখেছে কর্তৃপক্ষ। অর্থাৎ চলতি মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। মনে রাখবেন, ৩০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এই আবেদন করা যাবে।
Indian Air Force: চাকরির বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে ?
এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান এয়ার ফোর্স। যাতে লেখা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হওয়া কোর্সগুলির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এই আবেদনগুলি শর্ট সার্ভিস কমিশনের ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল ও নন টেকনিক্যাল) শাখার জন্য নেওয়া হবে। এর সঙ্গে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের জন্য (ফ্লাইং ব্রাঞ্চের জন্য) আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে।
IAF AFCAT 2023: বয়সসীমা কী রাখা হয়েছে ?
ফ্লাইং ব্রাঞ্চের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল ও নন টেকনিক্যাল) শাখার বয়সসীমা ২০ থেকে ২৬ বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রার্থীরা শারীরিক মান, শিক্ষাগত যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কিত বিষয়ে জানতে ওয়েবসাইটের বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
Indian Air Force: শূন্য পদের বিবরণ
মোট পদ – ২৫৮টি
ফ্লাইং – ১০টি পোস্ট
গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) – AE(L) – ৯৭, AE(M) – ৩৩টি পদ
গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) - ওয়েপন সিস্টেম (ডব্লিউএস) শাখা - ১৭, অ্যাডমিন - ৪৮, এলজিএস - ২১, অ্যাকাউন্টস - ১৩, ইডিএন - ১০, এমইটি - ০৯
IAF AFCAT 2023: কত ফি দিতে হবে ?
যে প্রার্থীরা AFCAT এন্ট্রি লেভেলের জন্য আবেদন করতে চান তাদের ২৫০ টাকা ফি দিতে হবে। এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমে নিবন্ধিত প্রার্থীদের ফি দিতে হবে না।
State Bank Of India: স্টেট ব্যাঙ্কে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি ৬৫টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য এই চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
SBI Recruitment 2022: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা SBI-এর অফিশিয়াল সাইটে sbi.co.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। এই নিয়োগ অভিযানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ নভেম্বর। এই পদে আবেদন করার শেষ তারিখ ১২ ডিসেম্বর রাখা হয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI