India Corona Cases Update: দেশে প্রথমবার ৩ লক্ষ পার করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যু ২১০৪ জনের
ভারতে প্রতি সেকেন্ডে সংক্রমিত হচ্ছেন ৪ জন। প্রতি মিনিটে দেশে ২১৯ জন আক্রান্ত হচ্ছেন
নয়াদিল্লি : ভয়াবহ। আগের সব রেকর্ড ভেঙে দেশে এই প্রথমবার দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল ৩ লক্ষের বেশি। দেশের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। করোনা-কালে যা বিশ্বে সর্বকালীন রেকর্ড।
একদিনে মৃত্যুতেও দেশে নতুন রেকর্ড। গত ২৪-ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের। এই নিয়ে পরপর দুদিন দেশে দৈনিক ২ হাজারের বেশি মানুষ মারণ ভাইরাসের কবলে প্রাণ হারালেন।
ভারতে ভয়ঙ্কর করোনার দ্বিতীয় ঢেউ। ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যার রেকর্ড বৃদ্ধি। অ্যাকটিভ কেসে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ লক্ষ ৯১ হাজার ৪২৮।
ভারতে প্রতি সেকেন্ডে সংক্রমিত হচ্ছেন ৪ জন। প্রতি মিনিটে দেশে ২১৯ জন আক্রান্ত হচ্ছেন। উদ্বেগ বাড়িয়েছে এই পরিসংখ্যান।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। বুধবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন। সে জায়গায় মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন।
অর্থাত্, গত দু’দিনের তুলনায় আজ দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যাটা ছিল ২ হাজার ২৩।মঙ্গলবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭৬১।
এক্ষেত্রে গত দু’দিনের তুলনায় আজ দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৪১ জন। বুধবার দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১ লক্ষ ৬৭ হাজার ৪৫৭।
ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার ৯৬৫ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৬৫৭ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৮৮০ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬৮ জনের।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )