Look Back 2024: আর জি কর থেকে সন্দেশখালি, রাত দখল থেকে জমি দখল। বিধায়ক খুন থেকে আবাস, ট্যাব দুর্নীতি।
ABP Ananda Live: আর জি কর থেকে সন্দেশখালি, রাত দখল থেকে জমি দখল। বিধায়ক খুন থেকে আবাস, ট্যাব দুর্নীতি। বঙ্গে পর পর জালে জঙ্গি, পাসপোর্ট জালিয়াতির পর্দাফাঁস। ফিরে দেখা: অপরাধ-২০২৪।
নতুন বছরে জমজমাট বেলুড়মঠ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুড়মঠেও প্রচুর মানুষের সমাগম। আজকের দিনে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আর সেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মেতে উঠেছে ভক্ত সহ অসংখ্য সাধারণ মানুষ।
এদিন দক্ষিণেশ্বর, মায়ের বাড়ি তো বটেই বেলুড়মঠে প্রচুর মানুষের সমাগম হয়। সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজির অসংখ্য মানুষ। কেউ এসেছে সপরিবারে, কেউবা একা বা বন্ধুর সাথে। মন্দিরে মন্দিরে ঠাকুর দর্শন, বেলুড় মঠ চত্বরে, গঙ্গার পাড়ে চুটিয়ে আড্ডা এবং প্রসাদগ্রহণ । সব মিলিয়ে বছরের প্রথম দিনের বেলুড় মঠের চিত্রটা একটু অন্যরকম।






























