![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
India Corona Cases Update: মৃত্যু ১৫০১ জনের, দেশে রেকর্ড আড়াই লাখের বেশি করোনা সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন।
![India Corona Cases Update: মৃত্যু ১৫০১ জনের, দেশে রেকর্ড আড়াই লাখের বেশি করোনা সংক্রমণ India Corona Cases Update 18 April 2021 261500 new COVID-19 cases highest ever single day spike 1501 fatalities India Corona Cases Update: মৃত্যু ১৫০১ জনের, দেশে রেকর্ড আড়াই লাখের বেশি করোনা সংক্রমণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/18/1e756b79eb98bbad681f223a18ad8578_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : ভয়ঙ্কর! আগের সব নজির ভেঙে একদিনে করোনা সংক্রমণ ছাপিয়ে গেল আড়াই লক্ষ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমিত হয়েছে ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। মৃত্যু হয়েছে ১৫০১ জনের। এই নিয়ে টানা চতুর্থদিন দেশে করোনা সংক্রমণ ২ লক্ষ পার করে গেল।
দেশের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩৮ হাজার ৪২৩ জন করোনা সংক্রমণ সারিয়ে উঠেছেন। তবে আগের সব নজির ভেঙে একদিনে আড়াই লক্ষের বেশি সংক্রমিত হওয়ায় আপাতত ভারতের মোট সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ কোটি ৪৭ লক্ষ ৮৮ হাজার ১০৯ জনে। আর এই মুহূর্তে গোটা দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৮ লক্ষ ১ হাজার ৩১৬ জন। গোটা দেশে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সব মহলে আশঙ্কা তৈরি হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে। ইতিমধ্যে ভোপালে করোনা রোগীদের গণ-চিতা জ্বলার ছবি বা দিল্লির কবরস্থানে স্থানাভাবের বিভিন্ন খবর ভিডিও প্রকাশ্যে আসতেই দেশবাসী শিউরে উঠেছেন।
শনিবার দেশের স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, সংক্রমিত হয়েছিলেন ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন। মৃত্যু হয়েছিল ১ হাজার ৩৪১ জনের। শুক্রবার যে সংখ্যাটা ছিল তার থেকে কিছুটা কম। শুক্রবারের বুলেটিন অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। মৃতের সংখ্যা ছিল ১ হাজার ১৮৫ জন।
এই পরিস্থিতিতে মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি মেনে চলা, স্যানিটাইজারের ব্যবহারের মতো একান্ত প্রয়োজনীয় কোভিড বিধি মেন চলার পাশাপাশি সংক্রমণ রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যে চলছে নাইট কার্ফু। বিভিন্ন বড় জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। প্রায় গোটা দেশজুড়েই ফের ওয়ার্ক ফ্রম হোমের রীতিতে জোর দেওয়া ও হাসপাতালে কোভিড চিকিৎসা পরিকাঠামোকে যুদ্ধকালীন তৎপরতায় বলবৎ করা হচ্ছে।
গোটা দেশের মতোই রাজ্যেও করোনা সংক্রমণ বৃদ্ধির ছবিটা ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জারি করা বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭১৩ জন। মৃত্যু হয় ৩৪ জনের। একধাক্কায় ৪ হাজার ২৫৩ জন বেড়ে এই মুহূর্তে রাজ্যের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৫ হাজার ৩০০ জনে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)