India Coronavirus Cases :দেশে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ, গতকালের তুলনায় ১২ শতাংশ কমল আক্রান্তর সংখ্যা
Coronavirus Cases Today in India:কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, পজিটিভিটি রেট কমে হয়েছে ১৫.৮৮ শতাংশ। সবচেয়ে বড় কথা দেশে গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা ১২ শতাংশ কমল।
Coronavirus Cases Today in India: দেশে করোনা আক্রান্তর সংখ্যা গতকালের তুলনায় কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৫১ হাজার ২০৮। গত একদিনের করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬২৭। শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩। দেশে কমেছে পজিটিভিটি রেটও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, পজিটিভিটি রেট কমে হয়েছে ১৫.৮৮ শতাংশ। সবচেয়ে বড় কথা দেশে গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা ১২ শতাংশ কমল। তবে মৃতের সংখ্যা বেড়েছে। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৩।
বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪ জন।এর আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২১ লক্ষ ৫ হাজার ৬১১। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬ লক্ষ ২২ হাজার ৭০৯। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯২ হাজার ৩২৭ জনের। এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৯২ হাজার ৩২৭।
দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ১৬৪ কোটির বেশি করোনা প্রতিরোধী টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩ জনকে টিকা দেওয়া হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাংলায় কমছে করোনা সংক্রমণ এবং সংক্রমণ হারও। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যায় বাংলা এখন দেশের মধ্যে ১০ নম্বরে। বঙ্গের পাশাপাশি পরিস্থিতির উন্নতি হয়েছে মুম্বই, দিল্লি, হরিয়ানার মতো রাজ্যগুলিতেও।' গত মাসের শেষ থেকে রাজ্যে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বেড়েছিল করোনা সংক্রমণ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে যা পৌঁছেছিল সর্বোচ্চ হারে। তারপর থেকে ক্রমশ নিম্নমুখী সংক্রমণ চিত্র। এই মুহূর্তের রাজ্যে চার হাজারের নিচে নেমে গিয়েছে দৈনিক সংক্রমণ।