India Corona Update: দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, একদিনে মৃত্যু ১১ জনের
একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৫৫ জন। দৈনিক অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ হাজার ৯৬। দৈনিক পজিটিভিটি রেট ০.৫৯ শতাংশ।
নয়াদিল্লি: দেশে করোনায় (Corona) ফের বাড়ল দৈনিক আক্রান্ত (Daily Case) ও মৃত্যুর সংখ্যা (Daily Death Toll)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের।
দেশের দৈনিক করোনা আপডেট: গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৪১। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৯। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ২০১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ১৯ হাজার ১১২। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৫৫ জন। দৈনিক অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ হাজার ৯৬। দৈনিক পজিটিভিটি রেট ০.৫৯ শতাংশ।
#COVID19 | India reports 2,858 fresh cases, 3,355 recoveries, and 11 deaths in the last 24 hours.
— ANI (@ANI) May 14, 2022
Total active cases are 18,096
Daily positivity rate (0.59%) pic.twitter.com/ObQOxPWAhL
এখনও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ৪ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের উপরই রয়েছে। প্রতিদিন রাজ্যেও নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছেন অনেকে। এদিন কোভিড ছড়িয়েছে জোকা IIM’এও। গত ৪ দিনে সংক্রমিত হয়েছেন ২৪ পড়ুয়া। জোকা IIM সূত্রে খবর সংক্রমিতরা প্রত্যেকেই একই বর্ষের পড়ুয়া।
বর্তমানে রাজ্যের কোভিড-বিধি অনেকটাই শিথিল করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কড়াকড়ি কমে যাওয়ায়, ঢিলেমি দিচ্ছেন বহু মানুষ। সংক্রামক রোগ বিশেষজ্ঞ সায়ন চক্রবর্তী বলেন, “মনে হচ্ছে কোভিডবিধি মানেনি তাই হয়েছে, মাস্ক পরলে কোভিড এড়ানো যাবে।’’ চিকিৎসকরা বারবার সতর্ক করছেন, অতীতের অভিজ্ঞতা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। নাহলে ফের বড়সড় বিপদ আছড়ে পড়বে।
আরও পড়ুন: LIC Pension Plan: একবার টাকা দিলে মাসে ২০ হাজার পেনশন, এলআইসিতে রয়েছে এই পলিসি