LIC Pension Plan: একবার টাকা দিলে মাসে ২০ হাজার পেনশন, এলআইসিতে রয়েছে এই পলিসি
Pension Plan Policy: ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও পেনশন নিয়ে চিন্তায় রয়েছেন ? তাহলে দেখতে পারেন এলআইসির এই পেনশন প্ল্যান।
Pension Plan Policy: ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও পেনশন নিয়ে চিন্তায় রয়েছেন ? তাহলে দেখতে পারেন এলআইসির এই পেনশন প্ল্যান। অবসর গ্রহণের আপনার সুরক্ষিত ভবিষ্যতের জন্য বেছে নিতে পারেন এই পলিসি।
LIC Jeevan Akshay Plan: এই পলিসি দেবে মাসে ২০,০০০ টাকা পেনশন
এলআইসির এই পলিসিতে প্রথমেই বড় অঙ্কের টাকা জমা করতে হয়। সেই অনুযায়ী মাসে নির্দিষ্ট সময়ের 20,000 টাকার পেনশন নিশ্চিত করতে পারেন আপনি। এই পলিসির বিশেষ বৈশিষ্ট্য হল, এখানে পলিসি করার সময় সারা জীবনের জন্য পলিসি হোল্ডার কত পেনশন পাবেন তা জানিয়ে দেওয়া হয়। এই স্কিমে আপনি নিজের জন্য বা পরিবারের সদস্যদের জন্য বিনিয়োগ করতে পারেন।
LIC Jeevan Akshay Plan: পেনশন নেওয়ার প্রকারভেদ
এলআইসির এই পলিসি অনুসারে আপনি বছরে, ৬ মাস অন্তর, তিন মাস অন্তর বা প্রতি মাসে পেনশন নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এখানেই শেষ নয়, এই স্কিমে রয়েছে আরও অনেক সুবিধা রয়েছে। আপনি বিনিয়োগের তিন মাস পরে এই পলিসি থেকে ঋণ নিতে পারেন। এতে বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নেই।
LIC Pension Plan: কত টাকা ন্যূনতম বিনিয়োগ করতে হয় ?
এটি প্রিমিয়াম নন-লিঙ্কড নন-পার্টিসিপেটিং একটি ব্যক্তিগত পলিসি যাতে ন্যূনতম 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে হয় পলিসি হোল্ডারকে। আপনি 1 লক্ষ টাকা জমা করলে বছরে 12,000 টাকা পেনশন পাবেন।
LIC Jeevan Akshay Plan: কারা করতে পারবেন এই পলিসি ?
35 থেকে 85 বছর বয়সী যেকোনও ব্যক্তি এই পলিসি নিতে পারবেন। একটি পরিবারের যেকোনও বা দুই সদস্য যৌথভাবে টাকা নিতে পারবেন। পেনশনের জন্য এই ক্ষেত্রে 10টি বিকল্প দেওয়া হয়েছে।
LIC Pension Plan: ২০ হাজার মাসে পেনশন পেতে কত বিনিয়োগ করতে হবে ?
LIC-এর জীবন অক্ষয়-VII পলিসি অনুসারে আপনাকে মোট 10টি বিকল্প দেওয়া হয়েছে। যেখানে আপনি একবার প্রিমিয়াম দিয়ে প্রতি মাসে 20 হাজার টাকা পেনশন পেতে পারেন। আপনি যদি প্রতি মাসে এই পেনশন চান, তবে আপনাকে প্রতি মাসে সেই নির্দিষ্ট বিকল্পটি বেছে নিতে হবে। প্রতি মাসে 20,000 টাকা পেনশন পেতে আপনাকে একবারে 40,72,000 টাকা বিনিয়োগ করতে হবে৷ আপনার মাসিক পেনশন সেই ক্ষেত্রে হবে 20,967 টাকা।
আরও পড়ুন : mAadhaar App: হারানোর ঝুঁকি নেই, এক জায়গায় পাবেন পুরো পরিবারের আধার কার্ড