এক্সপ্লোর
Advertisement
India Corona Update : অবশেষে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা নামল হাজারের নিচে
India Corona Update records 1.07 lakh new Covid-19 cases : দৈনিক মৃত্যুর সংখ্যা নামল হাজারের নিচে। শনিবারও তা হাজারের উপরেই ছিল । কমল দৈনিক সংক্রমণও।
নয়াদিল্লি : দেশে করোনায় (Coronavirus) দৈনিক মৃত্যুর সংখ্যা নামল হাজারের নিচে। শনিবারও তা হাজারের উপরেই ছিল । কমল দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৫৯।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ২৭ হাজার ৯৫২।
- দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২১ লক্ষ ৮৮ হাজার ১৩৮ জন।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জনের।
- দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৭ দশমিক ৪২ শতাংশ।
শনিবারের তুলনায় সবদিক থেকেই আশাব্যাঞ্জক আজকের করোনাগ্রাফ। কিছুটা হলেও স্বস্তি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১ হাজার ৫৯ জনের। আজ তা ৮৬৫ । শনিবার হিসেব অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন।
অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Health Department) বুলেটিন অনুযায়ী শনিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Covid Positive Case) হয়েছেন ১ হাজার ৪৫ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৫ হাজার ৩৭ জন। শুক্রবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯১৬ জন। শনিবার রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৯ হাজার ২৭৬ জন। রাজ্যে টানা ২২দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, রাজ্যে একদিনে ৩১জনের মৃত্যু হয়েছে ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement