Coronavirus India বুধে ৫০%, বৃহস্পতিতে ২০% বেড়ে গেল করোনায় দৈনিক সংক্রমণ, বাড়ছে তৃতীয় ঢেউ শঙ্কা
দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০ শতাংশ বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।
নয়াদিল্লি : বুধবার এক লাফে দেশে করোনাগ্রাফটা বেড়েছিল ৫০ শতাংশ। আর আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় ২০ শতাংশেরও বেশি বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ। সামান্য কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা রইল ৬০০ র ওপরেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৬৪ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৬০৭।
একদিকে করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি। আর তার সঙ্গে সঙ্গে এই উত্তরোত্তর বৃদ্ধি। স্বাভাবিকভাবেই ভয় ধরাচ্ছে মানুষকে। সম্প্রতি কেরলে দেখা গেছে, ওনাম উতসবের পরে চড়েছে করোনাগ্রাফ। তাহলে শুরু হয়ে গেল থার্ড ওয়েভের চোখ রাঙানি? করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে গিয়েছিল দেশ। সবে যখন সংক্রমণ কিছুটা কমছে, তখনই উদ্বেগ বাড়াচ্ছে, থার্ড ওয়েভের আশঙ্কা। কিন্তু, কোথায় সচেতনতা? রাস্তা-ঘাট, দোকান বাজার, অনেকেরই মুখে নেই মাস্ক। শিকেয় উঠেছে করোনা বিধি। চিকিত্সব দীপ্তেন্দ্র সরকার জানালেন, এখনই সতর্কতা না বাড়ালে কোনও উপায় নেই। ভয়ঙ্কর অভিঘাত নিয়ে আছড়ে পড়বে করোনার থার্ড ওয়েভ।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি রিপোর্টে বলা হয়েছে, অক্টোবরেই দেশে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ। রিপোর্টে দাবি করা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ৫ লক্ষ ছুঁতে পারে। করোনার দ্বিতীয় ওয়েভের জন্য, দায়ী ছিল কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই দেশে কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেছে। এ’নিয়ে রিপোর্টে কেন্দ্রকে সতর্ক করা হয়েছে। বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার এই নতুন স্ট্রেইন। হুহু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমেরিকায়।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৭ লক্ষ ৮৮ হাজার ৪৪০ জন। একদিনে ৩৪ হাজার ১৫৯ জন সুস্থ হয়েছেন।