India Corona Update: দেশে গতকালের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় হাজার !
India's COVID tally sees jump : ২২ দিন পর এই প্রথম দেশে আক্রান্তের সংখ্যা পেরলো ৩ হাজারের বেশি।
নয়া দিল্লি : একলাফে ফের অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ (Corona Infection)। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্য়া বাড়ল প্রায় এক হাজার। একদিনে আক্রান্ত হলেন ৩ হাজার ৭১২ জন। বুধবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৪৫। তবে, কমেছে মৃত্যু। একদিনে মৃত্যু হয়েছে ৫ জনের। এনিয়ে দেশে মোট মৃত ৫,২৪,৬৪১।
কেন্দ্রীয় পরিবারকল্যাণ ও স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী,
- ২২ দিন পর এই প্রথম দেশে আক্রান্তের সংখ্যা পেরলো ৩ হাজারের বেশি।
- ৯ মে ৩ হাজার ২০৭ জন আক্রান্ত হওয়ার পর সংক্রমণের সংখ্য়া কমতে থাকে।
- গত ২৪ ঘণ্টায় পজিটিভিটির হার ০.০৫ শতাংশ।
- একদিনে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫৮৪ জন। এনিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৪ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ৩৯৪ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।
- গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪,৪১,৯৮৯টি।
মাঙ্কিপক্স আতঙ্ক :
করোনার পর এবার ব্রিটেনে বাড়ছে মাঙ্কি পক্সের (Monkey Pox) প্রকোপ। ৭১ জনের শরীরে মিলেছে সংক্রমণ। এই নিয়ে ব্রিটেনে (Britain) মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭৯। করোনা থেকে এখনও পুরোপুরি স্বস্তি মেলেনি। এর মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স! তথ্য বলছে, বিশ্বের ২০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ব্যধি। আগামীদিনে আরও ছড়াবে বলে আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (World Health Organization)।
করোনা (Novel Coronavirus) থেকে এখনও পুরোপুরি স্বস্তি মেলেনি। এর মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স (MonkeyPox)। তথ্য বলছে, বিশ্বের ২১৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই ব্যধি। আগামীদিনে আরও ছড়াবে বলে আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তাই মাঙ্কিপক্স নিয়ে সতর্ক কেন্দ্রও। আগেই রাজ্যগুলিকে সাবধান করেছিল, এ বার নির্দেশিকা (Monkeypox Guidelines) প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য় দফতর (West Bengal Health Department)।