India Covid Updates: আবারও ঊর্ধ্বগামী করোনাগ্রাফ, একদিনে প্রায় ১২ হাজার বাড়ল দৈনিক সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন
নয়াদিল্লি : ভারতে করোনায় গতকালের তুলনায় প্রায় ১২ হাজার বাড়ল দৈনিক সংক্রমণ। ফের সাড়ে পাঁচশো ছাড়াল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৬২ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬২৫।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার ২২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছিলেন ৩০ হাজার ৫৪৯ জন। একদিনে মৃতের সংখ্যা ছিল ৪২২ জনের।
এই পরিস্থিতিতে চিকিৎসকরা যখন বারবার দ্রুত গতিতে ভ্যাকসিনেশনের কথা বলছে, তখন সেই ভ্যাকসিন পেতেই কালঘাম ছুটছে সাধারণ মানুষের। রাজ্য়ের বিভিন্ন হাসপাতাল থেকে ভ্যাকসিনের আকালের খবর এসেছে।
অন্যদিকে, ভ্যাকসিন ইস্যুতে মঙ্গলবার তৃণমূলের বিরুদ্ধে দিল্লিতে সরব হয় বিজেপি। বাংলায় ভ্যাকসিন বিলিতে অস্বচ্ছতা, সরকারি হাসপাতালে ভ্যাকসিনের অপ্রতুলতার মতো অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন বিজেপি সাংসদরা। যদিও, তাঁদের অভিযোগে কোনও গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।
বিজেপি সাংসদরা স্মারকলিপিতে অভিযোগ করেন, রাজ্য কত ভ্যাকসিন পাচ্ছে, আর কত দিচ্ছে, তার কোনও হিসেব নেই। ৩০ জুন পর্যন্ত কেন্দ্রের তরফে রাজ্যকে ২ কোটি ২৮ লক্ষ ৫৮ হাজার ৭৬০টি ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ওই দিন পর্যন্ত রাজ্য দিয়েছে ২ কোটি ১৫ লক্ষ ৪৭ হাজার ৬২৯টি ডোজ।
বিজেপি সাংসদদের পেশ করা স্মারকলিপিতে দাবি করা হয়, সরকারি হাসপাতালে ভ্যাকসিন নেই। কিন্তু, বেসরকারি হাসপাতালে তা পাওয়া যাচ্ছে। তৃণমূল নেতাদের দ্বারা পরিচালিত ক্লাব যে ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করছে, তাতেও রাজ্যের ভ্যাকসিন সরবরাহ নীতি নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।