India Corona: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
Covid19 Update: দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ২৬। পজিটিভিটি রেট ৪.৩১ শতাংশ। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৭৪২।
নয়াদিল্লি: দেশে করোনা-গ্রাফের (Corona Graph) ওঠানামা চলছেই। ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণ (fresh cases)। গতকালের থেকে বাড়ল দৈনিক মৃত্যু (Deaths)। সামান্য কমল সক্রিয় রোগীর (positive cases) সংখ্যা।
দেশের করোনা আপডেট
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩১৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৮৩০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৬। বেড়েছে পজিটিভিটি রেট (positivity rate)। এখন তা দাঁড়িয়েছে ৪.৩১ শতাংশে।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ১৬৭ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৭৪২ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৩২ লক্ষ ৬৭ হাজার ৫৭১ জন। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ২৬।
#COVID19 | India reports 18,313 fresh cases, 20,742 recoveries and 57 deaths in the last 24 hours.
— ANI (@ANI) July 27, 2022
Active cases 1,45,026
Daily positivity rate 4.31% pic.twitter.com/LEWYIOj8qR
রাজ্যের করোনা আপডেট
বাংলায় গত ২৪ ঘন্টায় লাফিয়ে বাড়ল কোভিড সংক্রমণের সংখ্যা। রাজ্যের শেষ কোভিড বুলটিন অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ হয়েছেন ১ হাজার ২৩২ জন। গত ৪৮ ঘণ্টায় রাজ্যের বুকে কোভিড সংক্রমিতের সংখ্যা ছিল ১ হাজার ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। করোনা সেরে রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় উঠেছেন ২ হাজার ৫৯৫ জন।
আরও পড়ুন: Stomach Cancer Symptoms: ত্বকে যে লক্ষণগুলি দেখা দিলে বুঝবেন পাকস্থলীতে ক্যানসার হয়েছে
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )