India Corona Update: আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা? দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার ছুঁইছুঁই
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন।
নয়াদিল্লি: দেশে (India) ফের উদ্বেগজনক হারে বাড়ছে করোনার (Corona) সংক্রমণ। দৈনিক আক্রান্তের (Corona Graph) সংখ্যা সাড়ে ৮ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৮৪।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona) মৃত্যু হয়েছে ১০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার ৪৩৫। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৭ হাজার ৮৪২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৪৬ লক্ষ ৭০ হাজার ৭১৪।
রাজ্যেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী: অন্যদিকে উদ্বেগ বাড়িয়ে রাজ্যেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। দৈনিক সংক্রমণ বেড়ে হল ১৩৯ । গতকাল করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০৭ জন। সংক্রমণ সবথেকে বেশি ছিল কলকাতা ও উত্তর ২৪ পরগনায় । আজ কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ ও উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) ২৯ জন। গত পাঁচদিন ধরেই রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ । এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণের হার সবথেকে বেশি । গোটা বিষয়টির ওপর নজর রাখছে স্বাস্থ্য দফতর (WB Department Of Health) ।
পশুপ্রাণীদের করোনা ভ্যাকসিন: পশুপ্রাণীদের জন্য করোনা ভ্যাকসিন বাজারে এল । কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর গতকাল অ্যানোকোভ্যাক্স নামে ওই ভ্যাকসিনের উদ্বোধন করেন। সূত্রের খবর, করোনার ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের মোকাবিলা করতে পারে এই ভ্যাকসিন । কুকুর, খরগোশ, সিংহ, চিতাবাঘের ক্ষেত্রে এই ভ্যাকসিন নিরাপদ বলে সূত্রের দাবি ।