Indian Air Force Day : বিশ্বে চতুর্থ বৃহত্তম, ভারতীয় বায়ুসেনা সাহস-অধ্যবসায় এবং পেশাদারিত্বের সমার্থক : প্রধানমন্ত্রী
আইএএফ-এর রাফাল যুদ্ধবিমানে একজন মহিলা চালক রয়েছেন...
নয়া দিল্লি : আজ ৮৯ তম ভারতীয় বায়ুসেনা দিবস। এই উপলক্ষে বায়ুসেনাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বায়ুসেনা দিবসে আমাদের বিমান যোদ্ধা ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই। ভারতীয় বায়ুসেনা সাহস, অধ্যবসায় এবং পেশাদারিত্বের সমার্থক। চ্যালেঞ্জের সময় তারা দেশকে রক্ষা করায় এবং মানবিক চেতনায় নিজেদের স্বতন্ত্র করে তুলেছে বায়ুসেনা।
ভারতীয় সশস্ত্র বাহিনীতে তিনটি সামরিক বাহিনী রয়েছে- ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। ১৯৩২ সালের ৮ অক্টোবর ব্রিটিশরা ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা করেছিল। প্রতি বছর ৮ অক্টোবর তাই দিনটিকে স্মরণ করা হয়। আইএএফ প্রধান এবং তিন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই দিনটি উদযাপিত হয়। ঐতিহ্যবাহী বিমানগুলি খোলা আকাশে একটি দুর্দান্ত শো প্রদর্শন করে। ভারতীয় বায়ুসেনা (আইএএফ) বিশ্বের চতুর্থ বৃহত্তম অপারেশনাল বিমান বাহিনী। আইএএফ যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের আকাশপথে সহায়তা দেয় এবং কৌশলগত এয়ারলিফ্ট ক্ষমতাও সরবরাহ করে।
বছরের পর বছর ধরে, আইএএফ উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ফাইটার পাইলট, মহিলা নেভিগেটর এবং মহিলা অফিসারদের অন্তর্ভুক্ত করেছে। যাঁরা ভারতীয় বিমান বাহিনীকে তাঁদের পরিষেবা দেন। বিংশ শতাব্দীতে ভারতীয় বিমান বাহিনীর কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন দেখা গেছে। এমনকী আইএএফ-এর রাফাল যুদ্ধবিমানে একজন মহিলা চালকও রয়েছেন। আজ শুক্রবার, ৮ অক্টোবর ভারতীয় বায়ুসেনা (আইএএফ) তার ৮৯ তম বার্ষিকী উদযাপন করছে। এই দিনে দেশের প্রতি তাদের প্রচেষ্টা ও নিষ্ঠাকে স্বীকৃত ও সম্মানিত করা হয়।
আইএএফ কেবল ভারতীয় সীমানা এলাকার নিরাপদ প্রহরী হিসাবে কাজ করে তা-ই নয়, প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত সহায়তাও সরবরাহ করে থাকে। কোভিড সংকটের সময় অসহায়দের সাহায্য করার ক্ষেত্রেও এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আইএএফ দ্বারা গৃহীত প্রধান অপারেশনগুলির মধ্যে রয়েছে- অপারেশন বিজয়, অপারেশন মেঘদূত, অপারেশন ক্যাকটাস এবং অপারেশন পুমালাই।