India’s Metaverse Wedding: আজ ভারতের প্রথম মেটাভার্স বিয়ে, যুগ মেটাভার্স অ্যাপে বিয়ে অভিজিৎ-সংস্রতির, এক ঝলকে বিস্তারিত
আর উল্লেখযোগ্য বিষয় হল, এতে ভার্চুয়ালি সামিল হওয়ার পাশাপাশি অতিথিরা নিজেদের মধ্যে কথাবার্তাও বলতে পারবেন। কেউ নাচতে চাইলে ডান্স ফ্লোরে এর সুযোগ নিতে পারা যায়। ভার্চুয়ালি উপহারও দেওয়া যায় নবদম্পতিকে।
ভোপাল: ভারতীয়দের বিয়ে মানে একটা জমজমাট অনুষ্ঠান। যেখানে পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা সামিল হন। আর অনেকক্ষেত্রেই কয়েকদিন ধরে চলে এই বিয়ের অনুষ্ঠান। কিন্তু করোনাকালে বদলে গিয়েছে অনেক কিছুই। বিধিনিষেধের গেরোয় সীমিত অতিথি-অভ্যাগতদের সংখ্যা। আর এই পরিস্থিতিতে মেটাভার্সের মতো প্রযুক্তি লোকজনকে এই বিধিনিষেধের সীমা পেরিয়ে এই বিশেষ দিনটিতে প্রিয়জনদের সামিল করার একটা মঞ্চ এনে দিয়েছে। এ ধরনের অনুষ্ঠানের জন্য মেটাভার্স প্রযুক্তি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এধরনের ঘটনায় নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে অভিজিৎ ও সংস্রতির ভারতের প্রথম মেটাভার্স বিয়ের অনুষ্ঠানে এক ঝলক দেখে নেওয়া যেতে পারে। আজ তাঁদের মেড ইন ইন্ডিয়া যুগ নামে মেটাভার্স প্ল্যাটফর্মে বিয়ে সারছেন তাঁরা।
মেটাভার্স হল এক ধরনের ভার্চুয়াল দুনিয়া। অত্যাধুনিক এই প্রযুক্তির মাধ্যমে ইউজাররা ভার্চুয়াল আইডেন্টিটির মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ডে ঢুকতে পারবেন। এই ভার্চুয়াল স্পেসে লোকজন ঘোরাফেরা, কেনাকাটা ও বন্ধুদের সঙ্গে মেলামেশারও সুযোগ পাবেন। মেটাভার্স অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, মেশিন লার্নি, ব্লকচেন প্রযুক্তি ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টের সংমিশ্রণ।
এই প্ল্যাটফর্মেই যুগ ও সংস্রতির বিয়েতে ডিজিটালি সামিলের ব্যবস্থা থাকছে অতিথি-অভ্যাগতদের।
মধ্যপ্রদেশের ভোপালে আজ রাত ৮ টা থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। ভার্চুয়াল ইনভাইটেশন অনুসারে, অনুষ্ঠান রাত ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মেটাভার্সে এই বিয়েতে https://yugverse.com/metaverse-marriage- এর মাধ্যমে যোগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়। আর উল্লেখযোগ্য বিষয় হল, এতে ভার্চুয়ালি সামিল হওয়ার পাশাপাশি অতিথিরা নিজেদের মধ্যে কথাবার্তাও বলতে পারবেন। কেউ নাচতে চাইলে ডান্স ফ্লোরে এর সুযোগ নিতে পারা যায়। ভার্চুয়ালি উপহারও দেওয়া যায় নবদম্পতিকে।
যুগ মেটাভার্সের মাধ্যমে এই বিয়ে সম্ভব হচ্ছে। যুগ ভারতেই তৈরি মেটাভার্স প্ল্যাটফর্ম। এখানে সবকিছুরই অনুভূতির ব্যবস্থা রয়েছে। এটি একটি খোলা মঞ্চ, যেখানে লোকজন বিয়ে, ভার্চুয়াল প্রোগ্রাম, এক্সিবিশন, বন্ধুদের সঙ্গে কথাবার্তা ও বিজনেস ডিলেরও অভিজ্ঞতা পাবেন। এটি একটি ডিজিটাল স্পেস, যেখানে লোকজন ডিজিটালি একে অপরের সঙ্গে সংযোগসাধন করতে পারেন।