Inflation : খুচরো বাজারে মূল্যবৃদ্ধি বেড়ে ৪. ৯১ %, দাম বেড়েছে খাদ্যপণ্য, সবজি, ভোজ্য তেলের
Retail inflation rate : দাম বেড়েছে খাদ্যপণ্য, সবজি, ভোজ্য তেলের।
![Inflation : খুচরো বাজারে মূল্যবৃদ্ধি বেড়ে ৪. ৯১ %, দাম বেড়েছে খাদ্যপণ্য, সবজি, ভোজ্য তেলের Inflation Retail inflation rate rises to 4.91% in November 2021 Inflation : খুচরো বাজারে মূল্যবৃদ্ধি বেড়ে ৪. ৯১ %, দাম বেড়েছে খাদ্যপণ্য, সবজি, ভোজ্য তেলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/14/9a772de46e2786a65275478033281399_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : মূল্যবৃদ্ধির ধাক্কায় বাজারে আগুন। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি বেড়ে হয়েছে ৪ দশমিক ৯১ শতাংশ। যার জেরে দাম বেড়েছে খাদ্যপণ্য, সবজি, ভোজ্য তেলের।
দেশের খুচরো বাজারে মূল্যস্ফীতির হার মাপা হয় কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) এর দ্বারা। এই বছর নভেম্বর মাসে ৪.৯১ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে Retail মার্কেট বা খুচরো বাজারে। ১৩ ডিসেম্বর এই পরিসংখ্যান প্রকাশ করেছে Ministry of Statistics and Programme Implementation (MoSPI)
এই মূল্যবৃদ্ধি কিন্তু হয়েছে ধাপে ধাপে। এই বছর ( 2021 ) অক্টোবরে ৪.৪৮ শতাংশ হয়েছিল মূল্যবৃদ্ধি। ২০২০ সালের নভেম্বরে উল্লেখযোগ্য ভাবে মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৯৩ শতাংশ (November 2020 was 6.93 percent)। সরকারি তথ্য বলছে, মূলত দাম বেড়েছে খাদ্যপণ্য, সবজি, ভোজ্য তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসের।
আরও পড়ুন :
৩১ ডিসেম্বরের আগেই ফাইল করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন, এভাবে নিজেই করতে পারবেন সবকিছু,জেনে নিন পদ্ধতি
মন্ত্রকের তথ্য বলছে, গ্রামীণ এলাকায় সিপিআই বা কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসারে মুদ্রাস্ফীতি হয়েছে নভেম্বরে ৪.২৯ শতাংশ। শহরাঞ্চলে এই হার ছিল ৫.৫৪ শতাংশ। অক্টোবরে খুচরো বাজারে মূল্যস্ফীতি বেড়ে ৪.৪৮ শতাংশে পৌঁছয়। সেপ্টেম্বরে এই বৃদ্ধি ৪.৩৫ শতাংশ ছিল। তেল এবং ফ্যাটজাতীয় জিনিসের মূল্যবৃদ্ধির হার ২৯.৬৭ শতাংশ। তারপরে জ্বালানি ও আলোতে মূল্যবৃদ্ধি হয়েছে ১৩.৩৫ শতাংশ এবং পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে ১০.০২ শতাংশে।
গৃহস্থালী পণ্য ও পরিষেবা ক্ষেত্রে নভেম্বরে ৬.৪১ শতাংশ মুদ্রাস্ফীতি হয়েছে। পোশাক এবং জুতোর বাজারে ৭.৯৪ শতাংশ মুদ্রাস্ফীতি হয়। নন-অ্যালকোহলিক পানীয়ে মূল্যস্ফীতির হার ৯.৬৫ শতাংশ। গত মাসে, দীপাবলির আগে, কেন্দ্র পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক যথাক্রমে ₹5 এবং ₹10 কমানোর ঘোষণা করে। অনেক রাজ্য সরকারও জ্বালানির উপর ভ্যাট কমিয়েছে তারপর, যা জ্বালানির দাম আরও কমিয়ে এনেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)