Bomb Threat: ভারতের আকাশসীমায় বোমাতঙ্ক, চিনগামী ইরানের বিমান ঘিরে জল্পনা ! অবতরণের অনুমতি দিল না দিল্লি
Iran Passenger Jet: ভারতের আকাশসীমায় ইরানের যাত্রীবাহী বিমান ঘিরে বোমাতঙ্ক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, চিনগামী এই বিমান ভারতের আকাশসীমার দিকে ধেয়ে আসে।
Iran Passenger Jet: ভারতের আকাশসীমায় ইরানের যাত্রীবাহী বিমান ঘিরে বোমাতঙ্ক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, চিনগামী এই বিমান ভারতের আকাশসীমার দিকে ধেয়ে আসতেই পাল্টা নেমে পড়ে ভারতীয় বায়ুসেনার বিমান। ইরান থেকে রওনা হলেও এখন চিনের দিকে যাচ্ছে এই যাত্রীবাহী জেট।
Bomb Threat: ভারতের আকাশ আতঙ্ক
এএনআই সূত্রে খবর, ইরানের তেহরান থেকে চিনের গুয়াংজু যাওয়ার পথে মাহান এয়ার দিল্লি বিমানবন্দর ATC-র সঙ্গে যোগাযোগ করে। মাঝ আকাশে বোমার হুমকি থাকায় বিমানটি দিল্লিতে অবিলম্বে অবতরণের জন্য অনুমতি চেয়েছিল। শোনা যাচ্ছে,তড়িঘড়ি বিমানটিকে জয়পুর যাওয়ার পরামর্শ দিয়েছিল দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল। যদিও বিমানের পাইলট সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের আকাশসীমা ছেড়ে চলে যান।
সূত্রের খবর, ইরানের বিমান ভারতের আকাশসীমার দিকে আসার খবর পেয়েই পঞ্জাব ও যোধপুর এয়ারবেস থেকে ভারতীয় বিমান বাহিনীর Su-30MKI ফাইটার জেট বিমানটিকে আটকানোর জন্য নেমে পড়ে। এই বোমা হামলার হুমকি কোনও গুজব কিনা, সেই বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি। যদিও পুরো বিষয়টির ওপর নজর রাখছে এয়ার ট্রাফিক কন্ট্রোল।