Jabalpur News:জবলপুরে বিমানবন্দরে রানওয়ে থেকে পিছলে গেল যাত্রীবাহী বিমান, অল্পের জন্য রক্ষা
৫৫ জন যাত্রীকে নিয়ে এভাবে পিছলে গেল অ্যালায়েন্স এয়ারের বিমান. পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে বিমানের রক্ষা। কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে বিমান।
জবলপুর: মধ্যপ্রদেশের জব্বলপুরে দুমনা বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল বিমান। দিল্লি থেকে জব্বলপুরে বিমানবন্দরে অবতরণের সময় এই ঘটনা ঘটে। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল যাত্রীবাহী বিমান। ৫৫ জন যাত্রীকে নিয়ে এভাবে পিছলে গেল অ্যালায়েন্স এয়ারের বিমান । পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে বিমানের রক্ষা। কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে বিমান। দিল্লি থেকে জব্বলপুর বিমানবন্দরে নামার সময় এই বিভ্রাট ঘটে।
দুপুর ১ টা থেকে দেড়টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গিয়ে রানওয়ের বাইরে চলে যায় ওই বিমানটি। এই পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে পাইলট বিমানটি রানওয়েতে ফিরিয়ে আনেন। পুরো ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
বিমানবন্দরে এই বিভ্রাটের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট অথরিটি ও ফায়ারব্রিগেডের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। যাত্রীদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়। রানওয়েতে কীভাবে বিমান পিছলে গেল এবং এই বিভ্রাট হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, অবতরণের সময় এই বিভ্রাটের কারণে বিমানের ল্যান্ডিং ফ্রন্ট হুইল খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনও যাত্রীরই কোনওরকম চোট আঘাত লাগেনি। জানা গেছে, দুমনা বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ধরে এগোচ্ছিল বিমানটি। এই সময়ই বিমানের সামনের চাকা পিছলে রানওয়ের বাইরে চলে যায়। এরপর বিমানের চাকা রানওয়ের বাইরে থাকা জমিতে পড়ে আটকে যায়। এর ফলে বিমানের সামনের দিকে থাকা চাকা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। উড়ান নম্বর ই-৯১৬৭-এর এভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের বাইরে চলে যাওয়ার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের গাড়িও ছুটে আসে। স্বস্তির খবর নেই এই ঘটনায় কেউ জখম হননি। যাত্রীদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়। রানওয়েতে কীভাবে বিমান পিছলে গেল এবং এই বিভ্রাট হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।