Watch Video: দেখুন- বরফ ঢাকা সাড়ে ছয় কিমি পথ হেঁটে অসুস্থ অন্তঃসত্ত্বাকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিল সেনা
Indian Army:ঘাগ্গর হিল গ্রাম থেকে আর্মি পোস্টে জরুরিকালীন সাহায্যের আর্জি জানানো হয়। গ্রামবাসীরা গুরুতর অসুস্থ এক অন্তঃসত্ত্বা মহিলার জরুরি চিকিৎসা পরিষেবার আর্জি জানান আর্মি পোস্টে।
![Watch Video: দেখুন- বরফ ঢাকা সাড়ে ছয় কিমি পথ হেঁটে অসুস্থ অন্তঃসত্ত্বাকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিল সেনা jammu kashmir Indian Army Carries Pregnant Woman In Critical Condition To Hospital Amid Heavy Snowfall -Watch Video Watch Video: দেখুন- বরফ ঢাকা সাড়ে ছয় কিমি পথ হেঁটে অসুস্থ অন্তঃসত্ত্বাকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিল সেনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/09/b98908986086ff82b6b1302c22ef4d16_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাতার ভূমিকায় ভারতীয় সেনা। এর আগেও অসংখ্যবার এই ভূমিকায় দেখা গিয়েছে সেনাকে। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা ঘাগ্গর হিল গ্রামের এক অন্তঃসত্ত্বা মহিলাকে বোনিয়ারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিল সেনা। সংবাদসংস্থা এ কথা জানা গিয়েছে।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল তুষারপাত ও প্রতিকূল রাস্তা হেঁটে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন জওয়ানরা।
সেনা বাহিনীর এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ঘাগ্গর হিল গ্রাম থেকে আর্মি পোস্টে জরুরিকালীন সাহায্যের আর্জি জানানো হয়। গ্রামবাসীরা গুরুতর অসুস্থ এক অন্তঃসত্ত্বা মহিলার জরুরি চিকিৎসা পরিষেবার আর্জি জানান আর্মি পোস্টে। গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ ওই আর্জি জানানো হয়। এরপরই আর কালবিলম্ব না করে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনীর একটি দল। রোগীর প্রাথমিক পর্যালোচনার গুরুতর অবস্থার কথা বিবেচনা করে আপৎকালীনভাবে তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি স্ট্রেচারে করে তাঁকে পাবলিক হেল্থ সেন্টারের অ্যাম্বুলেন্সে নিয়ে আসার পরিকল্পনা করা হয়।
#WATCH | Amid heavy snowfall, Indian Army medical team conducted an emergency evacuation of a pregnant woman from Ghaggar Hill village near LOC and brought her to an ambulance at Salasan in Baramulla, Jammu & Kashmir. pic.twitter.com/jAUsnnawDd
— ANI (@ANI) January 8, 2022
সেনা জানিয়েছে, কোনও সময় নষ্ট না করে ব্যাটেলফিল্ড নার্সিং অ্যাসিস্ট্যান্ট (বিএফএনএ) সহ উদ্ধারকারী দল ঘাগ্গর হিল থেকে পোর্টারদের নিয়ে সকাল ১১ টা নাগাদ সালাসনের দিকে যাত্রা করে।
জানা গেছে, ওই অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে সেনার উদ্ধারকারী দল প্রায় সাড়ে ছয় কিলোমিটার বরফ ঢাকা পথ পায়ে হেঁটে সালাসনে নিয়ে আসে এবং পৌনে দুটো নাগায় বোনিয়ারের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিকসদের হাতে তুলে দেয়।
ওই মহিলার পরিবার ও স্থানীয়রা এই সময়োচিত সাহায্যের সেনা, অসামরিক প্রশাসন ও বোনিয়ারের স্বাস্থ্য কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কাশ্মীরে ভারী তুষারপাতের কারণে স্থানীয়দের সমস্যার মুখে পড়তে হচ্ছে। বেশিরভাগ এলাকাতেই চলছে তুষারপাত। পরিস্থিতি এমনই যে লোকজন কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন। রাস্তাঘাট বরফে ঢাকা। বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে পড়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)