Jammu Kashmir News: কাশ্মীরে এনকাউন্টারে খতম নিরীহ মানুষ খুনে জড়িত জঙ্গি
নিহত জঙ্গির পরিচয় জানা গেছে। তার নাম ইমতিয়াজ আহমেদ দার। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এলইটি (টিআরএফ)-এর সদস্য।
শ্রীনগর: কাশ্মীর উপত্যকায় ফের বাড়ছে জঙ্গিদের দাপট। পাল্টা জবাব দিল ভারতীয় সেনাবাহিনী। সোমবার সকালে বান্দিপোরার হাজিন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। মৃত্যু হয় এক জঙ্গির।শাহগুণ্ডে সম্প্রতি সাধারণ মানুষদের ওপর হামলার ঘটনায় ওই জঙ্গি জড়িত ছিল। অনন্তনাগের খাগুন্দ ভেরিনাগ অঞ্চলেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। গত একসপ্তাহ ধরেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বেড়েছে। এর জেরে উপত্যকাজুড়ে অভিযান চালিয়ে ৭০০ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
কাশ্মীর পুলিশ প্রথমে ট্যুইট করে জানায়,বান্দিপোরায় এনকাউন্টারে ১ অজ্ঞাতপরিচয় জঙ্গির মৃত্যু হয়েছে। এলাকায় তল্লাশি চলছে।
অন্যদিকে, সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, নিহত জঙ্গির পরিচয় জানা গেছে। তার নাম ইমতিয়াজ আহমেদ দার। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এলইটি (টিআরএফ)-এর সদস্য। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার বলেছেন, ওই জঙ্গি সম্প্রতি শাহগুণ্ডে নিরীহ মানুষদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংহকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, গত রাতে অনন্তনাগ ও বান্দিপোরায় দুটি পৃথক ঘটনায় দুই জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম ইমতিয়াজ আহমেদ দার। সে সম্প্রতি নিরীহ নাগরিকদের হত্যার ঘটনায় জড়িত ছিল।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভেরিনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়। গুলির লড়াই শুরু হয় রাত আড়াইটেয়। কাশ্মীর জোন পুলিশ ট্যুইটে এ কথা জানায়।
গত সপ্তাহে অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক অজ্ঞাতপরিচয় জঙ্গির মৃত্যু হয়েছিল। ওই গুলি বিনিময়ে এক পুলিশ কর্মীও জখম হয়েছিলেন।
উল্লেখ্য, এর আগে পৃথক ঘটনায় জঙ্গিরা জিনজন সাধারণ মানুষকে খুন করে। বান্দিপোরার শাহগুণ্ডে জঙ্গিরা মহম্মদ শফি নামে এক ব্যক্তিকে গুলি করে। পুলিশ জানিয়েছে, লোন নাইদহাই এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার শ্রীনগরের সুপিন্দর কউর ও জম্মুর চাঁদ নামে দুই সরকারি শিক্ষককে গুলি চালিয়ে খুন করেছিল জঙ্গিরা।