Hijab Controversy: কর্ণাটকে সব শিক্ষা প্রতিষ্ঠানে 'ছুটি', হিজাব বিতর্কে অশান্তি ছড়ালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি
সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা, হিজাব বিতর্কে অশান্তি ছড়ালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের
কর্নাটক: হিজাব বিতর্কে তোলপাড় কর্ণাটক। এ নিয়ে কর্ণাটকের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ অব্যাহত। অশান্তি ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কর্ণাটক সরকার। পাশাপাশি আইন নিজের হাতে না নেওয়ার আবেদনও জানিয়েছে কর্ণাটক সরকার। কর্ণাটকের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
হিজাব বিতর্কে আজ ফের কর্ণাটক হাইকোর্টে শুনানি হবে। সম্প্রতি হিজাব পরে কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে গন্ডগোলের সূত্রপাত হয়। প্রতিবাদী মহিলাকে কুর্নিশ, মন্তব্য করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসির। অন্যদিকে, ট্যুইট করে প্রিয়ঙ্কা গাঁধী লিখেছেন, 'মহিলারা কে কী পরবেন, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়'। হিজাব বিতর্কের অবসান চেয়ে মহারাষ্ট্রে সই সংগ্রহ অভিযান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি কেরলের সিপিএম সাংসদের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি কেরলের সিপিএম সাংসদ এলামারাম করিমের।
উল্লেখ্য, দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কর্ণাটকে শুরু হয়েছে হিজাব বিতর্ক। এর রেশ এখন অন্যান্য কয়েকটি রাজ্যেও ছড়িয়ে পড়েছে। কর্ণাটকের উদুপির সরকারি কলেজে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে দিল্লিতে পড়িুয়াদের বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রেও হিজাবের পক্ষে শুরু হয়েছে স্বাক্ষর সংগ্রহ অভিযান।
সম্প্রতি কর্ণাটকে উদুপির একটি সরকারি প্রি-ইউনিভার্সিটি কলেজে শ্রেণীকক্ষে হিজাব পরে আসা ছাত্রীদের কলেজ চত্বরের বাইরে চলে যেতে বলা হয়। এর পরই হিজাব সংক্রান্ত বিবাদ সারা রাজ্যেই ছড়িয়ে পড়েছে। দক্ষিণপন্থী সংগঠনগুলি হিজাব পরে ছাত্রীদের ক্লাসে আসার বিরোধিতা করে। একদল তরুণ গেরুয়া উত্তরীয় পরে ক্লাসে ঢোকার চেষ্টা করেন। এরপর বিভিন্ন জায়গা থেকে কখনও পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ, কোথাও আবার অভিভাবকদের পাথর ছোড়ার ঘটনায় রাজ্য সরকারের সমস্যা বেড়েছে।