Karnataka Hijab Row: 'ভয়ঙ্কর' হিজাব বিতর্কে মত মালালার, 'সৌন্দর্য শিক্ষায়, বোরখায় নয়' মন্তব্য তসলিমার
Comments On Karnataka Hijab Row : 'অসাধারন সৌন্দর্যের কারণ তাঁর শিক্ষা, তাঁর বোরখা নয়।' মন্তব্য তসলিমার
নয়াদিল্লি : হিজাব বিতর্কে তোলপাড় কর্ণাটক। কর্ণাটকের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিবাদের আঁচ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতেও। এবার এই বিতর্কে এক এক করে মুখ খুলছেন বিশিষ্টরা। হিজাব-বিতর্কে নোবেলজয়ী মালালা ইউসুফজাই (malala yousafzai) ট্যুইটারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন, "কলেজ আমাদের পড়াশুনা এবং হিজাবের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করছে।' - মেয়েদের হিজাব পরে স্কুলে যেতে দিতে অস্বীকার করা ভয়ঙ্কর।'' তিনি আরও লেখেন, ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের কোণঠাসা করা বন্ধ করতে হবে।
লেখিকা তসলিমা নাসরিন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন । তাঁর মতে অবশ্য, যে ছাত্রী মাথা উঁচু করে হাঁটল, তাঁর স্মার্টনেস ও সাহসিকতা অসাধারণ সুন্দর লাগল। কিন্তু তাঁর অসাধারন সৌন্দর্যের কারণ তাঁর শিক্ষা, তাঁর বোরখা নয়।
The student who walked with head held high, with her smartness and courage looked beautiful. But the reason behind her extra ordinary beauty is her education, not her burqa.
— taslima nasreen (@taslimanasreen) February 8, 2022
ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে ছাত্রীদের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন একাধিক রাজনৈতিক নেতারা। এবার কর্ণাটকের কলেজের ছাত্রীদের সমর্থনে কথা বলেছেন প্রিয়ঙ্কা গাঁধীও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বিকিনি হোক, ঘুংঘাট হোক, জিন্সের জোড়া হোক বা হিজাব হোক, তিনি কী পরতে চান তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে একজন নারীর। এই অধিকারটি ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে। নারীদের হয়রানি বন্ধ করুন।’
এই ঘটনার সূত্রপাত, হিজাব পরে কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। তারপর দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। পরিস্থিতি এতটাই উদ্বেগের আইন নিজের হাতে না নেওয়ার আবেদন করেছে কর্ণাটক সরকার। রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ছুটি ঘোষণা হয়েছে। হিজাব বিতর্কে আজ ফের কর্ণাটক হাইকোর্টে শুনানি।