Karnataka Earthquake : কর্ণাটকে সকাল সকাল ভূকম্পন, ক্ষয়ক্ষতি কতটা?
Karnataka Earthquake Update : ভূমিকম্পের তীব্রতার মানচিত্র অনুসারে, কম্পনের তীব্রতা কম এবং এটি সবথেকে বেশি ১০ কিলোমিটার রেডিয়াল দূরত্ব পর্যন্ত অনুভূত হতে পারে৷
বেঙ্গালুরু: সকাল সকালই ভূকম্পন। বুধবার কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে মাত্রা ৩.৩ । কর্ণাটক স্টেট ন্যাচারাল ডিজাস্টার মনিটরিং সেন্টার (KSNDMC) জানায়, "ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ভূমিকম্পের তীব্রতার মানচিত্র অনুসারে, কম্পনের তীব্রতা কম এবং এটি সবথেকে বেশি ১০ কিলোমিটার রেডিয়াস দূরত্ব পর্যন্ত অনুভূত হতে পারে৷
বিশেষজ্ঞদের মতে, '' এই ধরনের ভূমিকম্পে স্থানীয় বাসিন্দাদের বড় ক্ষতি হয় না। যদিও স্থানীয়ভাবে সামান্য কম্পন অনুভূত হয়। এতে কারও আতঙ্কিত হওয়ার দরকার নেই কারণ কম্পনের তীব্রতা কম এবং ধ্বংসাত্মক নয়।"
কর্ণাটক সরকার মঙ্গলবার রাজ্যে ক্রমবর্ধমান ওমিক্রনের হদিশ পাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন বছর শুরুর আগে উৎসবের উদযাপনে নতুন বিধিনিষেধ ঘোষণা করে। মুখ্যমন্ত্রী বলেছেন, ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ থাকবে। “নতুন বছর উদযাপনের জন্য রাজ্য জুড়ে যে কোনও জায়গায় গণসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পানশালা এবং রেস্তোঁরাগুলিতে ৫০ শতাংশ আসন ব্যবহার করা যাবে এক সময়ে। এছাড়া বলা হয়েছে, পাব এবং রেস্তোরাঁর কর্মীদের সম্পূর্ণরূপে টিকা দিতে হবে” । কর্ণাটকে এখনও পর্যন্ত ওমিক্রনের ১৯ টি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।
বিজ্ঞানীদের বিশ্লেষণে দেখা গিয়েছে, মান্দিকাল গ্রাম পঞ্চায়েতে 2.9 মাত্রার ভূমিকম্প হয়েছে । তারপরে আডগাল্লু গ্রাম পঞ্চায়েতের ভোগপার্থী গ্রামে 3.0 মাত্রার ভূমিকম্প হয়েছে। KSNDMC জানিয়েছে, " আতঙ্কিত হওয়ার দরকার নেই কারণ কম্পনের তীব্রতা যথেষ্ট কম এবং ধ্বংসাত্মক নয় "