Karnataka Farmer: পরনে ময়লা জামা, গাড়ি কিনতে গিয়ে অপদস্থ সেলসম্যানের কাছে, মোক্ষম জবাব দিলেন কৃষক
Karnataka Farmer: গত শুক্রবার কর্নাটকের টুমাকুরুতে এই ঘটনা ঘটেছে। পেশায় কৃষক কেম্পেগৌড়া এলাকায় মহিন্দ্রার একটি শোরুমে হাজির হয়েছিলেন।
টুমাকুরু: চাষের কাজের প্রয়োজনেই গাড়ি কিনব কিনব করছিলেন অনেক দিন ধরেই। কিন্তু সময় হয়ে উঠছিল না। তাই মাঠের কাজ সেরে ফেরার পথেই ঢুঁ মেরেছিলে রাস্তার ধারের শো রুমে। কিন্তু ময়লা জামাকাপড় দেখে শোরুমের সেলসম্যান তাঁকে ধর্তব্যের মধ্যেই আনতে চাননি বলে অভিযোগ এক কৃষকের।তাঁর দাবি, পকেটে ১০ টাকা নেই, ১০ লক্ষের গাড়ি কিনতে এসেছেন বলে কটাক্ষও করেন ওই সেলসম্যান। তবে হাতে নগদ ১০ লক্ষ ধরিয়ে অভিযুক্ত সেলসম্যানকে ক্ষমা চাওয়া করালেন ওই কৃষক।
গত শুক্রবার কর্নাটকের টুমাকুরুতে এই ঘটনা ঘটেছে। পেশায় কৃষক কেম্পেগৌড়া এলাকায় মহিন্দ্রার একটি শোরুমে হাজির হয়েছিলেন। অভিযোগ, দরজা ঠেলে যেই না পছন্দের বোলেরো পিকআপ ট্রাকের দিকে এগিয়েছেন, তাঁকে বেরিয়ে যেতে বলেন এক সেলসম্যান। গাড়ি কিনতে চান বলে জানালে ওই সেলসম্যান বলেন, ‘‘গাড়িটির দাম ১০ লক্ষ টাকা। আপনার পকেটে বোধহয় এখন ১০ টাকাও নেই।’’
এই অপমান মানতে পারেননি কেম্পেগৌড়া। তাতে পাল্টা ওই সেলসম্যানকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। জানান, তিনি এক ঘণ্টার মধ্যে নগদ নিয়ে আসবেন। তত ক্ষণে ডেলিভারির ব্যবস্থা করুন ওই সেলস্যামন। এর পর শোরুম থেকে বেরিয়ে যান কেম্পেগৌড়া। এক ঘণ্টা পর কথা মতোই নগদ ১০ লক্ষ টাকা এবং নিজের কয়েক জন বন্ধুকে নিয়ে ওই শোরুমে হাজির হন তিনি। গাড়ি হস্তান্তর করতে বলেন।
আরও পড়ুন: Post Office Account Closure : পোস্ট অফিসের অ্যাকাউন্ট বন্ধ করতে চান? নতুন এই নিয়ম জানেন তো
নগদ হাতে কেম্পেগৌড়াকে দেখে কার্যতই চমকে যান অভিযুক্ত সেলসম্যান। বিনয়ের সুরে জানান, চার দিনের আগে গাড়ি হস্তান্তর করা সম্ভব নয়। তাতে ওই কৃষক এবং তাঁর বন্ধুরা অভিযুক্তকে ক্ষমা চাইতে বলেন। বিপাকে পড়ে ক্ষমাও চেয়ে নেন ওই সেলসম্যান। কিন্তু শেষ পর্যন্ত ওই শোরুম থেকে আর গাড়ি কেনেননি কেম্পেগৌড়া। ওই সেলসম্যানকে তিনি বলেন, ‘‘আপনাদের শোরুম থেকে গাড়ি কেনার কোনও ইচ্ছাই নেই আমার।’’ তার পর নগদ নিয়ে বেরিয়ে যান।
অভিযুক্ত সেলসম্যান এবং কেম্পেগৌড়ার মধ্যে কথোপকথনের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ওই কৃষকের বন্ধুদের অভিযোগ, জামা-কাপড় দেখে কেম্পেগৌড়াকে অপমান করেন অভিযুক্ত সেলসম্যান। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। গাড়ি সংস্থার মালিক আনন্দ মহিন্দ্রাকে টুইটারে ভিডিয়োটি ট্যাগ করেছেন অনেকে। অভিযুক্ত সেলসম্যানের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন।