Post Office Account Closure : পোস্ট অফিসের অ্যাকাউন্ট বন্ধ করতে চান? নতুন এই নিয়ম জানেন তো
Govt Mandates To Submit Passbooks : সময়ের আগে বা মেয়াদপূর্তিতে অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে, আপডেট করা পাসবুক পোস্ট অফিসে জমা দিতে হবে।
নয়াদিল্লি : ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের (Ministry of Communications) তত্ত্বাবধানে ডিপার্টমেন্ট অফ পোস্ট (Department of Posts - DoP) অ্যাকাউন্ট হোল্ডারদের এনেছে নতুন নিয়ম। বাধ্যতামূলক করা হয়েছে, যে কোনও অ্যাকাউন্ট বন্ধ করার সময় বা কোনও কারণে সময়ের আগে (premature closure) বন্ধ করতে হলে তাদের পাসবুক জমা দিতে হবে। যেমন রেকারিং ডিপোজিট/টার্ম ডিপোজিট/মাসিক ইনকাম স্কিম ইত্যাদি বন্ধ করে দিতে হলে এই নিয়ম মানতে হবে। একই নিয়ম MIS / সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) / কিষাণ বিকাশ পত্র (KVP) এবং ডাকঘরে National Savings Certificate (NSC) - এই ক্ষেত্রেও। অ্যাকাউন্টের অধিকারী যদি কোনও সঞ্চয় প্রকল্প অ্যাকাউন্ট (small saving scheme ) সময়ের আগে বা মেয়াদপূর্তিতে বন্ধ করতে চান, তাহলে তাঁদের আপডেট করা পাসবুক পোস্ট অফিসে জমা দিতে হবে।
আরও পড়ুন :
SBI-TCS ছাড়াও আরও চাকরির সুযোগ, এই সপ্তাহেই আবেদনের শেষ তারিখ
গত ১৩ জানুয়ারি এই মর্মে এই সার্কুলারে জারি করা হয়েছে। যেখানে ডিপার্টমেন্ট অফ পোস্ট (DoP) এর তরফে বলা হয়, কোনও TDA ধরনের অ্যাকাউন্ট (RD/TD/MIS/SCSS/KVP এবং NSC) বন্ধ করার সময় , পোস্ট অফিস অ্যাকাউন্ট অধিকারীদের থেকে কাছ থেকে পাসবুক সংগ্রহ করবে। লাস্ট ট্রানস্যাকশনের পর ক্লোজারের স্টাম্প (তারিখ সহ) দিতে হবে পোস্ট অফিসের তরফে। কোনও আমানতকারী যদি অ্যাকাউন্ট স্টেটমেন্ট চান, তাহলে তা কোনো চার্জ ছাড়াই পাসবুকের জমা করার সঙ্গে সঙ্গেই দিতে হবে ।
যে গ্রাহক অ্যাকাউন্ট বন্ধ করতে চান, তাঁকে https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/form/Closure.pdf লিঙ্কে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ফর্মটি সম্পূর্ণ পূরণ করতে হবে। তারপর অ্যাকাউন্ট সফলভাবে বন্ধ করার জন্য পাসবুক সঙ্গে নিয়ে, আবেদনপত্র জমা দেওয়ার জন্য তাদের পোস্ট অফিসে যেতে হবে। আরও জানতে রবিবার এবং ছুটির দিন ব্যতীত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টর এর মধ্যে কাস্টমার কেয়ারে টোল ফ্রি নম্বর 1800 266 6868 এ কল করতে হবে।