Kerala Floods Viral Video: : কেরলে বন্যায় সেকেন্ডের মধ্যে জলের তোড়ে ভেসে গেল আস্ত একটা বাড়ি !
কোট্টায়াম, ইদুক্কির মতো এলাকার অবস্থা সব থেকে খারাপ। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী।
কেরল : ভারী বৃষ্টি আর ধসে বিধ্বস্ত কেরল। সেখানকার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ট্যুইট করে সেকথা জানান তিনি। কেরলে দুর্যোগে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দ্রুত উদ্ধারকাজের ভিত্তিতে আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
"It is saddening that some people have lost their lives due to heavy rains and landslides in Kerala. Condolences to the bereaved families," PM Narendra Modi tweets.#KeralaRains
— ANI (@ANI) October 17, 2021
প্রবল বৃষ্টির জেরে কেরলে প্লাবিত বহু এলাকা। জমা জলের কারণে বিভিন্ন রাস্তায় ধস নেমেছে। কোট্টায়াম, ইদুক্কির মতো এলাকার অবস্থা সব থেকে খারাপ। জলের তোড়ে তাসের ঘরের মতো জলেই ভেঙে পড়ছে বাড়ি। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী। কয়েকটি নদীতে জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। সরকারি সূত্রে এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে।
#WATCH | Kerala: A house got washed away by strong water currents of a river in Kottayam's Mundakayam yesterday following heavy rainfall. pic.twitter.com/YYBFd9HQSp
— ANI (@ANI) October 18, 2021
#WATCH | Kerala: Parts of the state continue to experience rainfall and wind. Visuals from Mundakayam-Koottickal in Kottayam district. pic.twitter.com/KOb0F9EYRG
— ANI (@ANI) October 17, 2021
উদ্ধারকার্যে নেমেছে এনডিআরএফের বেশ কয়েকটি দল নেমেছে। প্রস্তুত রাখা হয়েছে বায়ুসেনার দুটি চপার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কেরলের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে।