Aadhaar Link Mobile Number: আধার-মোবাইল নম্বর লিঙ্ক থাকলেও কাজ হচ্ছে না ? কীভাবে হবে সমস্যার সমাধান, ট্যুইট করল UIDAI
Mobile Aadhaar Link: মোবাইল নম্বর বদলালেও আপডেট করি না আধার লিঙ্কে। পরবর্তীকালে আধার (Aadhaar Card) সম্পর্কিত মেসেজ পেতে গেলে ভুগতে হয় আমাদের।
Mobile Aadhaar Link: সামান্য অবহেলার কারণে হতে পারে বড় সমস্যা। অনেক ক্ষেত্রেই ভুল করে এই কাজ করে ফেলি আমরা। মোবাইল নম্বর বদলালেও আপডেট করি না আধার লিঙ্কে। পরবর্তীকালে আধার (Aadhaar Card) সম্পর্কিত মেসেজ পেতে গেলে ভুগতে হয় আমাদের। দেশবাসীর এই সমস্যার সমাধানে নতুন বার্তা দিয়েছে UIDAI কর্তৃপক্ষ।
Aadhaar Card: আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর সম্পর্কে তথ্য পাবেন কীভাবে
দেশবাসীর এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। UIDAI। আধার প্রদানকারী সংস্থা জানিয়েছে, কোনও ব্যক্তি আধার-লিঙ্কড মোবাইল নম্বর ভুলে গেলে তা জানা খুবই সহজ। এর জন্য আধার কার্ড হোল্ডারদের myAadhaar পোর্টাল বা mAadhaar App ব্যবহার করতে হবে। এটি আপনাকে সহজেই আধার থেকে লিঙ্ক নম্বর জানতে দেবে। মনে রাখবেন, যদি আপনার মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক না করা থাকে বা আপনার একটি নতুন নম্বর আপডেট করার প্রয়োজন হয় , তবে আপনি কেবল ৫০ টাকা ফি দিয়ে এটি করতে পারেন। এর জন্য আপনাকে কাছের আধার কেন্দ্রে যেতে হবে।
Aadhaar Link Mobile Number: কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কীভাবে বুঝবেন ?
1. এর জন্য UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
2. এখানে ভেরিফাই ইমেল/মোবাইল নম্বরে ক্লিক করুন।
3. এর পরে আপনাকে অন্য পাতায় যাওয়ার কথা বলা হবে। যেখানে আপনাকে মোবাইল নম্বর ভেরিফিকেশনে ক্লিক করতে হবে।
4. এবার আপনাকে ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে।
5. পরবর্তীতে আপনাকে ক্যাপচা লিখতে হবে। যদি আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকে , তবে এখানে সেটি দেখতে পাবেন। যদি না থাকে তবে নম্বরটি দেখা যাবে না। এই ক্ষেত্রে আপনি সহজেই এখান থেকে তথ্য পেতে পারেন।
Aadhaar Card: আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর কীভাবে আপডেট করবেন
আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর আপডেট করতে আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে। এটি আপডেট করার জন্য আপনার কোনও ধরনের নথির প্রয়োজন নেই। আধার কেন্দ্রে যান ও বায়োমেট্রিক তথ্য দিন। এর পরে আপনি ৫০ টাকা ফি দিয়ে সহজেই তথ্য আপডেট করতে পারবেন।
তাহলে আর দেরি কেন, সহজেই বুঝে নিন কোন নম্বরের সঙ্গে যুক্ত করা রয়েছে আধার কার্ড।