Lakhimpur Kheri: বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত্যু ২ বাইক আরোহীর, ফের শিরোনামে লখিমপুর খেরি
স্থানীয়দের অভিযোগ, ওই গাড়িটি সদরের বিজেপি বিধায়ক (BJP MLA) যোগেশ শর্মার (Yogesh Sharma) স্ত্রীর নামে রেজিস্ট্রি করানো। গাড়ির চালক সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াদিল্লি: ফিরল লখিমপুর খেরির (Lakhimpur Kheri) স্মৃতি। এবার বিজেপি বিধায়কের (BJP MLA) গাড়ির ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যুর হল। পুলিশ সূত্রে খবর, বিয়েবাড়ি যাওয়ার পথে বিধায়কের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ২ বাইক আরোহীর। ঘটনা গতকাল রাতের। স্থানীয়দের অভিযোগ, ওই গাড়িটি সদরের বিজেপি বিধায়ক (BJP MLA) যোগেশ বর্মার (Yogesh Verma) স্ত্রীর নামে রেজিস্ট্রি করানো। গাড়ির চালক সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে। এর আগে এই লখিমপুর খেরিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে কৃষক খুনের অভিযোগ উঠেছে।
বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত্যু: জানা গিয়েছে বিধায়কের স্টিকার লাগানো স্কোরপিও গাড়ি ধাক্কা মারে বাইকে। ঘটনস্থলেই মৃত্যু হয় ২ বাইক আরোহীর। মৃত ২ বাইক আরোহী সম্পর্কে ভাই। ঘটনাটি ঘটেছে সদর কোতওয়ালির রামপুরে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। মৃত ২ ব্যক্তির বাড়ি খিরি থানা এলাকার কিরটপুর গ্রামে। রামপুর থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্করপিও গাড়িটি নিজেদের হেফাজতে নেয়।
ঠিক কী ঘটেছিল লখিমপুর খেরিতে? উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে ৪ কৃষক সহ ৮ জনকে খুনের অভিযোগে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। কৃষকরা এই ঘটনায় অভিযোগের আঙুল তোলে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে! অভিযোগ, মন্ত্রীপুত্রের দলবলই কৃষকদের ওপর গাড়ি চালিয়ে হামলা করেছে। এদিকে লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় আশিস মিশ্রের জামিন খারিজ করল দেশের শীর্ষ আদালত। অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর পুত্রর জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে আশিসকে জামিন দেয় ইলাহাবাদ হাইকোর্ট।
আরও পড়ুন: Stock Market Opening: সপ্তাহের শুরুতেই ধরাশায়ী বাজার, ইনফোসিস কমল ৭ শতাংশ