Indian Army New Chief:ভারতের নতুন সেনা প্রধান পদে শপথ নিচ্ছেন লেফটেনেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
Indian Army: রবিবার ভারতের ৩০ তম সেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন লেফটেনেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বর্তমান সেনা প্রধান মনোজ পাণ্ডের জায়গা স্থলাভিষিক্ত হবেন তিনি।
নয়াদিল্লি: রবিবার ভারতীয় সেনা প্রধান (Indian Army Chief) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লেফটেনেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Lieutenant General Upendra Dwivedi)। ভারতের বর্তমান সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডের (Gen Manoj Pande) ২৬ মাসের কার্যকাল সমাপ্ত হওয়ার পর আগামীকাল তাঁর জায়গায় নিযুক্ত হতে চলেছেন লেফটেনেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
দেশের ৩০ তম সেনা প্রধান হিসেবে লেফটেনেন্ট জেনারেল দ্বিবেদী এমন একটি সময়ে ভারতের সেনা প্রধানের দায়িত্ব নিতে চলেছেন তখন ভারতীয় সেনা বড় ধরনের সংস্কারের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন। এই সময়ে প্রচুর আধুনিক সরঞ্জামে সাজানোর পাশাপাশি পরিকাঠামোগত অনেক পরিবর্তন হচ্ছে ভারতীয় সেনা বাহিনীতে।
আরও পড়ুন: Governor On Mamata: 'সব সীমা পার মমতার..', বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের
লেফটেনেন্ট জেনারেল দ্বিবেদী নর্দান আর্মি কমান্ডার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। পূর্ব লাদাখের প্রকৃত সীমান্ত রেখায় অত্যন্ত দক্ষতার সাহায্যে দায়িত্ব সামলে দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সরকারি সূত্রে জানা গেছে, সরকার লেফটেনেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে পরবর্তী সেনা প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। তিনি রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই পদে নিযুক্ত হবেন।
১৯৬৪ সালের পয়লা জুলাই জন্মগ্রহণ করা লেফটেনেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ১৯৮৪ সালের ১৫ ডিসেম্বর জম্মু ও কাশ্মীর রাইফেলসে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় সেনায় নিজের কর্মজীবন শুরু করেন। তারপর থেকে ৪০ বছর ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের কর্তব্য পালন করে এসেছেন। তিনি দায়িত্ব সামলেছেন ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলস ব্যাটালিয়ন, ২৬ সেক্টর অসম রাইফেলস ব্রিগেড, ইন্সপেক্টর জেনারেল অসম রাইফেলস (পূর্ব) ও ৯ কর্পসে।
নিজের কর্মজীবনে ডিরেক্টর জেনারেল ইনফান্ট্রি সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন লেফটেনেন্ট জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। রেওয়ার সৈনিক স্কুলের এই প্রাক্তনী ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ইউএস আর্মি ওয়ার কলেজে পড়াশোনা করেছেন। তার পাশাপাশি তিনি ডিফেন্স ও ম্যানেজমেন্ট স্টাডিস থেকে এম ফিল ও স্ট্র্যাটেজিক স্টাডিজ ও মিলিটারি সায়েন্স অ্যাকাডেমি থেকে দুটো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।