Lockdown In Goa: ২৯ এপ্রিল থেকে ৩ মে সকাল পর্যন্ত গোয়ায় লকডাউন ঘোষণা
বৃহস্পতিবার ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ৩ মে, সোমবার সকাল পর্যন্ত সে রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷
গোয়া: দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ ৷ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যেই কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত কার্ফু, লকডাউন শুরু হয়েছে ৷ এবার সেই তালিকায় অন্তর্ভূক্ত হল গোয়াও ৷ আগামীকাল, বৃহস্পতিবার ২৯ এপ্রিল সন্ধ্যা থেকে শুরু করে ৩ মে, সোমবার সকাল পর্যন্ত সে রাজ্যে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷ আজ, বুধবার দুপুরে এই ঘোষণা করেন তিনি ৷ লকডাউনের আওতার মধ্যে পড়ছে না জরুরী পরিষেবাগুলি ৷
Lockdown announced in state from 29th April 7 pm to the morning of 3rd May. Essential services & industrial activities allowed, public transport to remain shut. Casinos, hotels, pubs remain closed. Borders to remain open for essential service transportation: Goa CM Pramod Sawant pic.twitter.com/PXaUfT5tkG
— ANI (@ANI) April 28, 2021
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বুধবার জানান, ‘‘ রাজ্যে লকডাউন শুরু হচ্ছে ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুরু করে ৩ মে সকাল পর্যন্ত ৷ জরুরী পরিষেবা এবং ইন্ডাস্ট্রিয়াল পরিষেবাগুলি অবশ্য লকডাউনের মধ্যে পড়ছে না ৷ পাবলিক ট্রান্সপোর্ট পুরোপুরি বন্ধ থাকবে ৷’’ এই মুহূর্তে গোয়ায় যে পর্যটকরা রয়েছেন, তাঁদের হোটেলের মধ্যেই এই ক’টা দিন কাটাতে হবে ৷ সব ক্যাসিনো, রেস্তোরাঁ এবং পাব বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ৷ রাজ্যের সীমানা খোলা থাকবে শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য ৷
এদিকে, দেশে এই মুহূর্তে চিন্তা বাড়াচ্ছে বিপুল সংখ্যক অ্যাক্টিভ রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন। যা চিন্তার ভাঁঝ ফেলেছে চিকিৎসকদের কপালে। দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়াল৷ এই নিয়ে পরপর ৭ দিন৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন।