Eknath Shinde New CM: 'বালাসাহেবের সৈনিকই মুখ্যমন্ত্রী, বড় মনের পরিচয় দিয়েছেন মোদি-শাহ', বিজেপি-র কাছে কৃতজ্ঞ শিণ্ডে
Maharashtra Politics Update: , উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী একনাথ শিণ্ডে হাতেই মুখ্যমন্ত্রিত্ব তুলে দিল বিজেপি।
মুম্বই: নয়া সরকারের সমীকরণ নিয়ে জল্পনা যখন তুঙ্গে, সেই সময় মহারাষ্ট্রে (Maharashtra Political Crisis) বড় চমক দিল বিজেপি (BJP)। দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) নন, উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী একনাথ শিণ্ডে হাতেই মুখ্যমন্ত্রিত্ব তুলে দিল তারা। তাতেই নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিজেপি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতায় মাথা নোয়ালেন শিণ্ডে। একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও তাঁর মতো শিব সৈনিকের (Shiv Sena)হাতে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বিজেপি বড় মনের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করলেন তিনি।
বিজেপি-র কাছে কৃতজ্ঞ, জানালেন শিণ্ডে
সুপ্রিম কোর্টে আস্থাভোটের নির্দেশ দেওয়ার পর বুধবার রাতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব (Uddhav Thackeray)। তার পরেই বৃহস্পতিবার রাজভবনে গিয়ে সরকার গঠনের প্রস্তাব দেন ফড়ণবীস। সঙ্গে নিয়ে যান শিণ্ডেকে। রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি তাঁদের নিজেহাতে মিষ্টিমুখও করান। ফড়ণবীস মুখ্যমন্ত্রী এবং শিণ্ডে তাঁর ডেপুটি হচ্ছেন ধরে নিয়ে তখন চলছে অঙ্ক কষাকষি। কিন্তু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যাবতীয় জল্পনা উল্টে দেন ফড়ণবীস। মুখ্যমন্ত্রী হিসেবে শিণ্ডের নাম ঘোষণা করেন।
তার পরই আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় শিণ্ডেকে। দেবেন্দ্রর পাশে বসেই তিনি বলেন, "বিজেপি-র ১২০ জন বিধায়ক রয়েছে। তার পরেও দেবেন্দ্র ফড়ণবীস মুখ্যমন্ত্রী পদের দাবি জানাননি। ওঁর প্রতি কৃতজ্ঞ আমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিজেপি নেতৃত্বের কাছেও কৃতজ্ঞ। অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছেন ওঁরা। বালাসাহেবের সৈনিককে মুখ্যমন্ত্রী হতে দিয়ে উদারতা দেখিয়েছেন।"
আরও পড়ুন: Maharashtra New CM: শিবসেনার হাতেই মুখ্যমন্ত্রিত্ব,মহারাষ্ট্রে বড় চমক, ফড়ণবীস নন, কুর্সিতে শিণ্ডে
শিণ্ডে আরও বলেন, "আমাদের সঙ্গে মোট ৫০ জন বিধায়ক রয়েছেন, এর মধ্যে ৪০ জন শিবসেনার বিধায়ক। তাঁদের সহযোগিতায় এই লড়াই লড়তে পেরেছি আমরা। ওই ৫০ জন আমার উপর যে আস্থা রেখেছেন, তাতে আঁচড় পড়তে দেব না আমি। বিশ্বাসভঙ্গ তো দূরের কথা। গত আড়াই বছরে যা ঘটেছে, তাতে আমাদের কাজকর্ম ব্যাহত হয়েছে, যেমনটা বলেছেন ফড়ণবীসও। বিজেপি আমাদের চিরকালের শরিক। মহা বিকাশ আঘাডি-তে বিধায়করা অখুশি ছিলেন। স্বার্থের জন্য কেউ আমাদের সঙ্গে হাত মেলাননি।"
শিণ্ডে সরকারে নেই দেবেন্দ্র ফড়ণবীস
উদ্ধবের বিরুদ্ধে শিণ্ডে শিবিরের বিদ্রোহে সম্মুখে শিণ্ডে থাকলেও, ফড়ণবীসই নেপথ্য নায়ক বলে মত রাজনৈতিক মহলের। গভীর রাতে গুজরাতে অমিত শাহের সঙ্গে শিণ্ডের বৈঠক করানো থেকে জেপি নড্ডাকে প্রতি মুহূর্তের আপডেট দিয়ে যাওয়ার দায়িত্ব সামলেছেন তিনি। গুজরাত হয়ে অসম, ফের গুজরাত এবং সর্বোশেষে গোয়ায় শিবসেনার বিদ্রোহী বিধায়কদের স্থানান্তরিত করাতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সূত্রের খবর। কিন্তু শিণ্ডে সরকারে যোগ দিচ্ছেন না তিনি।